April 27, 2024, 12:58 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ঢাকায় স্বস্তির বৃষ্টি: মেঘ এলেও সাতক্ষীরায় বৃষ্টির দেখা নেই

ঢাকায় স্বস্তির বৃষ্টি: মেঘ এলেও সাতক্ষীরায় বৃষ্টির দেখা নেই

টানা দাবদাহের তীব্র গরম শেষে রাজধানী ঢাকায় আজ শুক্রবার বিকেলে স্বস্তির বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ কালবৈশাখীর খবর পাওয়া গেছে। তবে. সাতক্ষীরা শহরে দুপুরের পর থেকে আকাশে মেঘের সৃষ্টি হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। যদিও তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় গরমের ত্যব্রতাও কমে গেছে। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং তেমন একটা না থাকায় জুম্মাতুল বিদায় অনেকটা স্বস্তির মধ্যে মানুষ নামাজ পড়েছে। এদিকে বৃষ্টিতে ঢাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়েছে। ফলে কিছু কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনা দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পেজে আবহাওয়ার পূর্বাভাসে বলেন, ‘আজ (শুক্রবার) বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ৮টার মধ্যে মুন্সীগঞ্জ, নরারণগঞ্জ, কুমিল্লা জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা প্রায় শতভাগ।’ মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com