April 27, 2024, 7:07 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তরমুজের ভেতর ফেনসিডিল, পেঁয়াজ কাটলেই ইয়াবা!

তরমুজের ভেতর ফেনসিডিল, পেঁয়াজ কাটলেই ইয়াবা!

প্রতিদিনই মাদক পাচারের ধরনে আসছে পরিবর্তন। অভিনব কৌশলে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভেতর ঢুকছে মাদকদ্রব্য। পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে নিত্যনতুন কৌশল আবিষ্কার করছেন মাদক চোরাচালানকারীরা। প্রতিবেশী ভারত থেকে আসা গরুর পেটের সাথে বেঁধে আনা হচ্ছে গাঁজা। এমনকি, কনডমের মাধ্যমে মানুষের মুখ বা পায়ূপথ দিয়ে পেটে ঢুকিয়ে ইয়াবা আসছে দেশে। এক প্রতিবেদনে এমনই জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।প্রতিবেদনে বলা হয়, অন্যান্য সীমান্তবর্তী জেলার মতো কুমিল্লার সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাদকের চালান ঢুকছে দেশের ভেতর। এর প্রভাবে কুমিল্লার প্রতিবেশী জেলাগুলোতে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে।প্রতিনিয়ত অভিনব সব কৌশলে কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে মাদকের চোরাচালান অব্যাহত রাখছে চোরাচালানকারীরা। তাদের সাথে যেন কুলিয়ে উঠছে না বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন সংস্থা।জানা গেছে, ভারত থেকে রাতে আসা গরুর পেটের সাথে বেঁধে দেশের ভেতর ঢুকছে গাঁজা। এ পদ্ধতিকে চোরাচালানিরা নাম দিয়েছে ‘ক্যাটল ক্যারিং’। এছাড়াও বড় পেঁয়াজের ভেতরের অংশ ফেলে দিয়ে তার ভেতর ঢুকিয়ে আনা হচ্ছে ইয়াবা ট্যাবলেট। অভিনব পন্থায় আখ কেটে তার ভেতরে করেও পাচার হচ্ছে এই সর্বনাশা মাদক। এমনকি কনডমে পুরে ইয়াবা ট্যাবলেট বাহকদের মুখ বা পায়ূপথ দিয়ে পেটে ঢুকিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।কুমিল্লা সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের মৌসুমি ফল যেমন তরমুজ, কাঁঠাল, লাউ, কুমড়ার ভেতরে করে আনা হচ্ছে ফেনসিডিল-ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য। ছোট-বড় নানা যানবাহনেও নানা কৌশলে এ মাদক পাচার অব্যাহত রয়েছে। সীমান্ত অতিক্রম করে যা পরবর্তীতে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সূত্রের দাবি, পাচার হয়ে আসা এসব মাদকের চালানের খুবই সামান্য ধরতে পারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থা। আর বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে অল্প টাকায় ভাড়া খাটা মাদক বহনকারীরা। এতে ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায় মূলহোতারা।কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ধরনের মদ, রিকোডেক্স সিরাপের মতো মাদক। সেইসাথে পাচার হয়ে ঢুকছে সেনেগ্রাসহ নানা প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন ধরনের নেশা জাতীয় ইনজেকশন।কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মাঞ্জুরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘কিছুদিন আগেও ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হতো। বর্তমানে মিয়ানমার থেকে সরাসরি ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে কুমিল্লায় ঢুকছে।’এই সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর কাজ করছে বলেও জানান তিনি।চোরাচালানিদের নিত্যনতুন কৌশল অবলম্বনের কথা স্বীকার করে এ কর্মকর্তা আরো বলেন বলেন, ‘চোরাকারবারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও, আমরাও পাল্টা কৌশল নিচ্ছি। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com