April 27, 2024, 7:54 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
দেবহাটা যুবলীগের ধানকাটা কর্মসূচি পালন

দেবহাটা যুবলীগের ধানকাটা কর্মসূচি পালন

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা অসহায় কৃষকের ধানকাটা কর্মসূচি পালন করেছেন। রবিবার (৩০ এপ্রিল) কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের লিখিত নির্দেশ মোতাবেক এবং নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর পরামর্শক্রমে উক্ত ধানকাটা কর্মসূচি পালিত হয়। নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের নেতৃত্বে যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম, আব্দুল হামিদ, সদস্য বাপ্পা ঘোষ, সমীর ঘোষ, তৌহিদদিন, মনিরুজ্জামান, মামুন মোড়ল, আইয়ুব হোসেন, বাপি নাগ, শেখ আবুল হোসেন, শেখ আব্দুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম, শেখ কাওসার আলী, বাবুলাল ঘোষ, সনজিত কর্মকার, চিরঞ্জিত ঘোষ, তাপস ঘোষ, ঝন্টু সরকার, তারক সরকার, শেখ শামীম হোসেন, শেখ নজরুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা ধানকাটায় অংশ নেন। এ সময় গ্রাম হাদিপুর ৫ নম্বর ওয়ার্ডের গরিব অসহায় কৃষক শেখ হাসান আলির এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন যুবলীগ নেতৃবৃন্দরা। উল্লেখ্য যে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় চলতি বোর মৌসুমে ধানের বাম্পার ফলনে শ্রমিক সংকট দেখা দেয়। এমনকি তীব্র গরম, অর্থিক সংকট, অতিবৃষ্টি সহ নানা সমস্যায় পড়েন কৃষক। তাই এসব অসহায় কৃষকের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় সারাদেশের যুবলীগের নেতাকর্মীদের কৃষকদের সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে কৃষকের ধানকাটা ও মাড়াই করে ঘরে তোলা কর্মসূচি পালিত হচ্ছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com