April 27, 2024, 7:56 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
দেশব্যাপী ৫১টি জেলায় ১০০টি মহাসড়ক ভার্চুয়ালে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

দেশব্যাপী ৫১টি জেলায় ১০০টি মহাসড়ক ভার্চুয়ালে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

সাতক্ষীরাসহ দেশব্যাপী ৫১টি জেলায় ২০০০কিলোমিটার উন্নয়নকৃত ১০০টি মহাসড়ক এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের সাবিক আয়োজনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হল থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালে সংযুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নিবাহী প্রকৌশলী মো. আজহারল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নিবাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, সওজ’র উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দীন, উপবিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।

২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক। এসব মহাসড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা। ১০০টি মহাসড়কের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটারের ৩২টি; ময়মনসিংহে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটারের ৬টি; চট্টগ্রামে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটারের ১৫টি; সিলেটে ১০৬ দশমিক ১৮ কিলোমিটারের ৪টি; খুলনায় ৩৫২ দশমিক ২৬ কিলোমিটারের ১৬ টি; রাজশাহীতে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটারের ৮টি; রংপুরে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটারের ১৫টি এবং বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটারের ৪টি মহাসড়ক। উল্লেখ্য, খুলনা বিভাগে ৮টি জেলায় ১৬টি মহাসড়ক উন্নয়ন, মোট ৩৫২ কিলোমিটার মহাসড়ক ব্যয় ১৫৬৮ কোটি টাকা, সাতক্ষীরা জেলায় খুলনা -চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক (আর-৭৬০) সড়ক উন্নয়ন মোট ২৪.৮০ কিলোমিটার সড়ক, ব্যয় ১১০.২৩ কোটি টাকা। ভার্চয়ালে সাতক্ষীরা প্রান্তে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com