April 27, 2024, 11:48 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
দেশের সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমরা বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবো: জেলা প্রশাসক

দেশের সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমরা বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবো: জেলা প্রশাসক

রূবেল হােসেন:

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাধারণ সম্পাদক মোঃ শাহ্জাহান আলী, চেয়ারম্যান মোঃ সামসুর রহমান। জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক তার স্বাগত বক্তব্যে বর্তমান সরকারের বিগত ১১ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম মোস্তফা কামাল তাঁর বক্তব্যে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন সাফল্য তুলে ধরেন। তিনি আরো বলেন যে, দেশের সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমরা বঙ্গবন্ধুর ঋণ পরিশোধ করতে পারবো। মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের কর্মপরিকল্পনা জেলা প্রশাসন অন্যান্য সংস্থাদের সাথে নিয়ে বাস্তবায়ন করবে। আগামী ১০ জানুয়ারি ২০২০ তারিখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) এর ক্ষণ গণনা শুরু হবে। এ উপলক্ষ্যে সকল কর্মসূচীতে সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান।এ সময় উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের জন্য জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রাণবন্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব খন্দকার মোসফিকুর রহমান মিল্টন ও জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com