April 27, 2024, 7:03 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতে পরিস্থিতি ‘উদ্বেগজনক’, রিপোর্ট মার্কিন কমিটির

ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতে পরিস্থিতি ‘উদ্বেগজনক’, রিপোর্ট মার্কিন কমিটির

ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতে পরিস্থিতি ‘উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা বিশ্বে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্ট মার্কিন ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ এই উদ্বেগ প্রকাশ করেছে। ওই রিপোর্টে পাকিস্তান, সৌদি আরব, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়াতেও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। অভিযোগ করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করার কাজে সমর্থন করছে দেশের সরকার। সম্প্রতি কর্ণাটকের হিজাব বিতর্কের প্রেক্ষাপটেই এই মন্তব্য করা হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। হিজাব বির্তক নিয়ে নোবেলজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে ফরাসি তারকা ফুটবলার পল পোগবা- সকলেই প্রতিবাদ জানিয়েছিলেন।তবে এর আগে ২০২০ এবং ২০২১ সালেও একই রিপোর্ট পেশ করা হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন উড়িয়ে দিয়েছিলেন এই দাবি। তবে এর আগেও হিজাব বিতর্কে মার্কিন সমালোচনার মুখে পড়েছে ভারত। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে করা বার্তা দেয়া হয়েছিল আমেরিকার উদ্দেশ্যে। বলা হয়, হিজাব বিতর্ক একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিদেশের উসকানি মূলক মন্তব্য মেনে নেয়া হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২২ সালেও এই রিপোর্ট গ্রাহ্য করবে না বাইডেন প্রশাসন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতকে পাশে চেয়ে বারবার বার্তা দেয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিছুদিন আগেও মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একসঙ্গে কাজ করার বার্তা দেয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এহেন পরিস্থিতিতে ভারতকে চটাবে না আমেরিকা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com