April 27, 2024, 9:29 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা আনসার কমান্ডার মোরশেদা খানম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক আশীষ কুমার মন্ডল, সহকারী কমিশনার সজিব তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আজম, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, অগ্রগতি সংস্থার প্রতিনিধি অসিত ব্যানার্জী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন, পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস, নুসরাত জাহান অনন্যা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শেখ ফিরোজ আহমেদ, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলামসহ ইমামসহ সরকারি, বেসরকারি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন অতিব গুরুত্বপূর্ণ। আমাদের যুবকরা বৈধ পথে বিদেশে না যাওয়ায় বিপদে পড়তে হয়। কোন দেশে যেতে হলে অবশ্যই সেই দেশের ভাষা আগে শিখতে হবে। তিনি আরো বলেন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যেতে হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com