April 27, 2024, 5:28 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
পরকীয়ার জেরে স্ত্রীকে পাঁচ টুকরা করেছেন স্বামী

পরকীয়ার জেরে স্ত্রীকে পাঁচ টুকরা করেছেন স্বামী

পাবনায় স্ত্রীকে হত্যার অভিযোগে তেজেম মোল্লা (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার ভোরে সিআইডির একটি টিম তাকে নাটোর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজের উদ্দিন মোল্লার ছেলে। এর আগে গত মঙ্গলবার ভোরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। সিআইডি পাবনার সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, স্ত্রীকে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান তেজেম। ঘটনার পরপরই তদন্ত কাজ শুরু করে সিআইডি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তেজেম মোল্লাকে নাটোর জেলার বড়াইগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তেজেমের দেয়া তথ্যমতে তার বাড়ির পেছনে একডি ডোবা থেকে হত্যাকা-ে ব্যবহৃত গরু জবাই করার একটি ছুরি উদ্ধার করা হয়। ছুরিটি নতুন এবং লম্বায় ৩২ ইঞ্চি বলে জানায় সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, পাঁচ মাস আগে বেড়াতে আসেন তেজেম মোল্লার স্ত্রী হামিদা খাতুনের (৩৮) ফুফাতো ভাই। তিনি দেড় মাস অবস্থান করেন। এ সময় তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন হামিদা। এরপর থেকে মোবাইল ফোনে তাদের সম্পর্ক চলতে থাকে। এতে ক্ষুব্ধ হন তেজেম। তিনি স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন। সে পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার ভোরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গরু জবাই করার ছুরি দিয়ে পাঁচ টুকরা করেন তেজেম। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছেন তেজেম মোল্লা। বিকেল সাড়ে ৪টার দিকে সহকারী পুলিশ সুপার তোফাজ্জ্বল হোসেন বলেন, আসামি তেজেমকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে। তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। তেজেম মোল্লা ও তার স্ত্রী আপন চাচাতো ভাইবোন ছিলেন। তেজেমকে তার শ্বশুর বাড়ির পাশে তাদের জন্য বাড়ি করে দেয়া হয়েছিল। তেজেম-হামিদা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com