April 27, 2024, 1:08 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পাইকগাছায় মানব কল্যাণে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ

পাইকগাছায় মানব কল্যাণে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ

দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’-এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের নজির গড়লো ‘রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানবকল্যাণ সোসাইটি’। মানব কল্যাণের ব্রত নিয়ে সব ধরনের ভালো কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। সংগঠনের এবারের কাজটি ছিল বৃক্ষরোপণ। সংগঠনটি ইতোপূর্বে বহু মানবিক কাজ করে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার অন্তর্গত বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত রাড়ুলী ইউনিয়নে গড়ে ওঠা ‘রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানবকল্যাণ সোসাইটি’- এর উদ্যোগে পূর্ব ঘোষণা মোতাবেক ০১ ও ০২ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকাল ৯টায় পিসি রায় এর নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই মহৎ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন সোসাইটির উপদেষ্টা আর.কে.বি.কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। অত:পর ৫টি দলে ভাগ হয়ে ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে (১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১৬টি প্রাথমিক বিদ্যালয়) একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সোসাইটির পক্ষ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধারণক্ষমতা মোতাবেক নারিকেল, কদবেল, মেহগনি ও আকাশমণি গাছের চারা রোপণ করা হয়। সোসাইটির নিবেদিত সদস্যগণ সশরীরে উপস্থিত থেকে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের এই কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচির পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে শনিবার সকাল থেকে প্রায় ৩৫০টি তাল বীজ রাড়ুলী ইউনিয়নের তিন প্রবেশদ্বারের মুখে রাস্তার দুই পাশে রোপণ করা হয়। একসাথে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও ইউনিয়নের তিন প্রবেশদ্বারের মুখে তাল বীজ রোপণের মতো শুভ উদ্যোগ রাড়ুলী ইউনিয়নে এটাই প্রথম। সংগঠনের এহেন কাজে এলাকাবাসীও খুঁশি। এই মহতী উদ্যোগে সশরীরে উপস্থিত হতে না পারলেও কর্মসূচির সার্বিক দায়িত্ব দক্ষ সভাপতির মতো সামলেছেন পিযূষ কুমার বিশ্বাস। তিনি বলেন, বৃক্ষরোপণের মতো কর্মসূচি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বেশি বেশি বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।’ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত না থেকেও সংগঠটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রধান উপদেষ্টা মো. শাহিনুল ইসলাম, অন্যতম উপদেষ্টা মো: ইকবাল হোসেনসহ অন্যান্যরা এই মহতী উদ্যোগের জন্য উৎসাহ প্রদান ও ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ফলজ ও বনজ গাছের চারা পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও খুঁশি। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক দিপংকর দত্ত, গৌতম কুমার ঘোষ, প্রমোদ কুমার দেবনাথ প্রমুখ। উপস্থিত সবাই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দুই দিন ব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচীতে নেতৃত্ব প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. সুমন আহমেদ। এছাড়া, এই মহৎ কর্মসূচিটি সফল করার পিছনে অবদান রেখেছেন সোসাইটির উপ-দপ্তর সম্পাদক মনোজ কুমার পাল, কোষাধ্যক্ষ মো. ফারুক হোসাইন, উপ- কোষাধ্যক্ষ মো. হালিম পারভেজ, প্রচার সম্পাদক মো. জামশেদুর রহমান, উপ-প্রচার সম্পাদক নিশিত কুমার দাশ, শচীন কুমার ঘোষ, উপ-স্বাস্থ্য সম্পাদক নিখিল চন্দ্র ঘোষ সহ সংগঠনের সক্রিয় সদস্য অরুন কুমার ঘোষ, প্রহল্লাদ দেবনাথ, মো. মনিরুল ইসলাম, মো. আনারুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. ছাদেক হোসেন, মো. মনিরুজ্জামান মনি, মো. একিম জাহিদ প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com