April 27, 2024, 1:03 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পাইকগাছা-কয়রার দু’ ছিনতাইকারী আটক

পাইকগাছা-কয়রার দু’ ছিনতাইকারী আটক

শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিাধি: খুলনার চুকনগরে পাইকগাছা-কয়রার দু’ ফ্লাইং ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত শনিবার (২১ আগস্ট) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের মালতিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ছিনতাইকারীদের একজন খুলনার পাইকগাছা উপজেলার মৌখালি গ্রামোর মৃত আবুল হোসেন ঢালির ছেলে মোঃ মিজানুর রহমান ঢালী (ওরফে মিজান) (৩২) ও অপরজন খুলনার কয়রা উপজেলার হরিনগর গ্রামের মোঃ শাহজান গাজীর ছেলে মোঃ মহিবুল্লাহ গাজী (২৯)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুমুরিয়ার মালতিয়া গ্রামের শিখা রানী (৪৪) চুকনগর বাজার থেকে ভ্যান যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি নম্বর বিহীন লাল-কালো পালসার মোটরসাইকেলে থাকা দু’জন ফ্লাইং ছিনতাইকারী শিখারানীর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলের পিছু ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করে। এরপর বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে তাদের থানা পুলিশে সোপর্দ করে। এসময় তাদেরকাছথেকে ছিনতাই করা স্বর্ণের চেইন, ছিনতাইকাজে ব্যবহৃত মোটর সাইকেল ও একটি স্টীলের চাকু উদ্ধার পূর্বক তালিকা মুলে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, এ ঘটনায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে। আজ রবিবার ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে। আসামী মোঃ মিজানুর রহমান ঢালীর(ওরফে মিজানের) বিরুদ্ধে পূর্বের আরোও ৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com