April 27, 2024, 9:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। পরে প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, যে কোনো সমস্যায় সুষ্ঠু সমাধানে আমি বিশ্বাসী। ৩৫তম বিসিএসের এ কর্মকর্তা পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির প্রতিটি মুক্তি সংগ্রামে গণমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইউএনও আল-আমিন আরো বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদের কলমের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি গুলো দেশের মানুষ জানতে পারে, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং শতভাগ সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে উপজেলা প্রশাসনের নবাগত এ নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন। এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মো. আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর মন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিউজ্জামান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com