April 27, 2024, 9:06 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
পুলিশের স্টিকারযুক্ত প্রাইভেটকারে চলছে যাত্রী আনা-নেওয়া

পুলিশের স্টিকারযুক্ত প্রাইভেটকারে চলছে যাত্রী আনা-নেওয়া

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব‌্যাপী চলছে কঠোর লকডাউন। লকডাউনের কারণে দেশের গণপরিবহন বন্ধ থাকায় প্রতিদিনই হাজার হাজার মানুষ বিভিন্ন পথে-উপায়ে রাজধানী ছেড়ে চলে যাচ্ছেন নিজ নিজ জেলায়। কেউ প্রাইভেটকার কেউ মোটরসাইকেল কেউ বা ট্রাক-পিকআপে চড়ে রাজধানী ছাড়ছেন। গাবতলী বাস টার্মিনাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর স্টিকার সংবলিত প্রাইভেটকারেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে গিয়ে দেখা গেছে, ডিএমপি পুলিশের স্টিকার সংবলিত ঢাকা মেট্রো গ- ২৩৮৮১৫ নম্বর প্লেট লাগানো একটি প্রাইভেটকারের চালক কয়েকজন যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করছেন। তবে, এই প্রতিবেদক যখন ওই গাড়ি ও যাত্রীদের ভিডিওচিত্র ধারণ করছিলেন, তখন মাঝপথে যাত্রী তোলা বন্ধ করেই গাড়ি নিয়ে দ্রুত চলে যান চালক।

সেখানে কয়েকজন যাত্রী ও দালালের সঙ্গে কথা জানা গেছে, পুলিশের স্টিকার সংবলিত গাড়িটি যাত্রীদের নিয়ে পাটুরিয়া উদ্দেশে গেছে। তবে তারও এও বলেন, এই গাড়ি আদৌ পুলিশের কি না, সেটা তারা জানেন না।

এ বিষয়ে গাবতলী বাস টার্মিনাল এলাকায় এক পরিবহন শ্রমিক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি একটি পরিবহনে হেলপার হিসেবে কাজ করি। পরিবহন চলে না। তাই কোনো কাজ নেই, ইনকামও নেই। পরিবহন না চললে মালিক আমাদের কোনো টাকা পয়সা দেন না। তাই গাবতলী এলাকায় এসে প্রতিদিন কিছু যাত্রী প্রাইভেটকারে তুলে দেই, যার বিনিময়ে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা পাই। করোনার সময় এই টাকা দিয়েই মূলত পেট চালাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘অনেকেই এখানে এসে এসব ভিডিও করে বা ছবি তুলে সেগুলো পোস্ট করে ফেসবুকে। আমাদের ছবি পোস্ট না করে কিছুক্ষণ আগে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে যাত্রী নিয়ে গেলো, সেই ছবিটি পোস্ট করতে পারে না। যাই হোক না কেন, সব দোষ আমাদেরই হয়। আমাদের তো খেতে হবে। বেঁচে থাকতে হবে। কেউ তো আমাদের পাশে এসে দাঁড়ায় না।’

এ বিষয়ে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, ‘লকডাউনের মধ্যে কেউ যাত্রী পরিবহন করলে আমরা সঙ্গে সঙ্গে ব‌্যবস্থা নিচ্ছি। আমাদের চোখে পড়লে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। তবে, পুলিশের স্টিকার সংবলিত বা পুলিশের প্রাইভেটকারে যাত্রী নেওয়ার কথা নয়। যদি এমন কেউ করে থাকেন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেবো।’ তিনি বলেন, ‘আপনার কাছে যদি ওই প্রাইভেটকারের ছবি বা ভিডিও থাকে, তাহলে আমাকে পাঠান। আমি ব্যবস্থা নিচ্ছি।’ এরপর গাড়ির ছবি পাঠালে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি আমি দেখছি। তদন্ত করে ব‌্যবস্থা নিচ্ছি।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com