April 27, 2024, 8:48 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবী

পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবী

পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অবৈধভাবে পকেট কমিটি করার অভিযোগ উঠেছে। শনিবার পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার অবৈধ সম্মেলন করায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্মেলন স্থগিত করার ঘোষণা দেওয়া সত্তে¡ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনগড়া অবৈধ একটি নামমাত্র সম্মেলন করে একটি কমিটি দেয় বলে জানিয়েছেন পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী।

তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী এ সম্মেলন আহবান করা হয়নি। উপরন্তু, ওয়ার্ড আওয়ামী লীগের সভা না করেই অবৈধ লেনদেনের বিনিময়ে পকেট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের যে কোন ইউনিটের সম্মেলন করতে হলে সেই ইউনিটের সভা করেই সম্মেলনের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। সেখানে গঠনতন্ত্র না মেনে সভাপতি ও সাধারণ সম্পাদককে উপেক্ষা করা হয়েছে। তাছাড়া, জেলা আওয়ামী লীগের সভপতি সস্মেলন স্থগিত করতে লিখিত ও লাইভে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভারতে অবস্থান করছেন। তারপরও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারন সম্পাদক সাহাদাত হোসেন জেলা আওয়ামী লীগের সকল নির্দেশ অমান্য করে অবৈধ লেনদেনের বিনিময়ে ৬নং ওয়ার্ড শাখার অবৈধভাবে সম্মেলন করে পকেট কমিটি গঠণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এমনকি ওই ওয়ার্ডে ৩৫০জন সদস্য থাকলেও অবৈধ ওই সম্মেলনে মাত্র ২০/২৫জন সদস্যকে দেখা গেছে। যেহেতু গঠণতন্ত্র মোতাবেক কমিটি হয়নি তাই আমরা (নারায়ণ চন্দ্র মন্ডল ও সৈয়দ রাফিনুর আলী) এখনও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আছি। পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল কাউন্সিলর, সদস্য ও সমর্থককে পকেট কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। অবিলম্বে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পুণরায় গঠনতন্ত্র অনুযায়ী পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সুষ্ঠু পরিবেশে সম্মেলনের তারিখ নির্ধারণ করে কমিটি দেওয়ার আহŸান জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com