April 27, 2024, 9:51 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
প্রিসিলার উপহার পেয়ে আবেগ আপ্লুত হালিমা

প্রিসিলার উপহার পেয়ে আবেগ আপ্লুত হালিমা

টিউবওয়েল না থাকায় অন্যের বাড়ি থেকে খাবার পানি এনে পান করেন হালিমা বেগম। তাছাড়া পানি সংশ্লিষ্ট প্রয়োজন মেটাতে দূরে অন্যের বাড়িতে যেতে হয় তার। দুটো বাচ্চা নিয়ে দূর থেকে পানি আনাটা বেশ কষ্টকর ছিলো তার পক্ষে। বিষয়টি নিউইয়র্ক প্রবাসী নাজনীন ফাতেমার নজরে আসলে ফলশ্রুতিতে হালিমা বেগমকে একটি টিউবওয়েল উপহার দিয়েছেন প্রিসিলা। নতুন টিউবওয়েল পেয়ে আনন্দে আত্মহারা হালিমা বেগম। প্রিসিলার উপহারের মাধ্যমে তার এতদিনের কষ্ট লাঘব হলো। হালিমা বেগম (২৭) সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী তিনি। হালিম বেগমের স্বামী সেলিম হোসেন পেশায় দিনমজুর। সামান্য রোজগারে দুই বাচ্চাসহ সংসার চালাতে হিমশিম খেতে হয় তার। পর্যাপ্ত অর্থের অভাবে একটি টিউবওয়েল স্থাপন করতে পারিনি সেলিম হোসেন।

হালিমা বেগমের এমন দুর্দশার চিত্র নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা ফাতেমাকে অবহিত করেন স্থানীয় বাসিন্দা সাংবাদিক সোহাগ হোসেন। প্রিসিলা হালিমা বেগমকে একটি নতুন টিউবওয়েল স্থাপনের সকল ব্যবস্থা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হালিমা বেগমের নিজ বাড়িতে টিউবওয়েল স্থাপনের সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়। সাংবাদিক সোহাগ হোসেন জানান, হালিমা বেগমের দুর্দশার চিত্র জানানোর পর প্রিসিলা সাড়া দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন ও একটি টিউবওয়েল বসানোর জন্য সহায়তা করেন। বৃহস্পতিবার সকালে আবেদার বাড়িতে ৬ হাজার ৯০০ টাকা ব্যয়ে টিউবওয়েলটি বসানো হয়েছে। হালিমা বেগম বলেন, দুটো ছোট বাচ্ছা নিয়ে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসতে খুব কষ্ট হতো। দিনে দশ থেকে পনের বার দূরে অন্যের বাড়িতে যেয়ে পানি আনতে হতো। বৃষ্টির দিনে খুব কষ্টকর ছিলো পানি নিয়ে আসা।

স্বামীর অসচ্ছলতার কারনে একটি টিউবওয়েল বসানোর সমার্থ হয়নি। তবে আমার কষ্টের বিষয়টি সোহাগের মাধ্যমে প্রিসিলা নামের একটি মেয়ে জানতে পেরে আমাকে নতুন টিউবওয়েল স্থাপন করে দিয়েছে। আমার এখন আর কষ্ট করে দূরে যাওয়া লাগবেনা। অযু গোসলসহ অন্যান্য সকল প্রয়োজন মেটাতে পারবো। উল্লেখ্য, প্রিসিলা নাজনীন ফাতেমা নিউইয়র্কে বসবাস করেন। তিনি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকা-ের মধ্যদিয়ে প্রশংসা কুড়িয়ে চলেছেন প্রতিনিয়ত। তার মাধ্যমে দেশে অনেক অসহায় পরিবার টিউবওয়েল থেকে শুরু করে নানাবিধ সহায়তা পেয়েছে। সমাজের কোন অসংলগ্নতা তার নজরে আসলে সেটা নিয়ে তিনি নেট দুনিয়ায় আলোচনা করে সচেতনতা সৃৃষ্টি করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com