April 27, 2024, 12:14 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ফুলবাড়ী পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফুলবাড়ী পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর নির্বাচনে ০১ নভেম্বর মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সম্ভব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খাজা মঈন উদ্দিন চিশতি, বিএনপি সমর্থিত প্রার্থী সাহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন।
এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক ও সহকারি রিটানিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াজেদ আলী প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক জানান, এ পর্যন্ত মেয়র পদে মোট ৪ জন ও কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯জন। এ পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহন হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর শেষ দিন ৩ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ডিসেম্বর এবং মার্কা বরাদ্ধ ১১ ডিসেম্বর।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com