April 27, 2024, 1:12 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
বলসোনারো শেষ করে দিচ্ছেন আমাজন

বলসোনারো শেষ করে দিচ্ছেন আমাজন

ব্রাজিলের আমাজনে আবারও রেকর্ড পরিমাণ বন উজাড়ের তথ্য উঠে এসেছে। পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা ও সরকারি তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছর প্রথম তিন মাসেই আমাজনে উজাড়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। এ পরিস্থিতির জন্য বলসোনারো সরকারকে দায়ী করছেন তারা। পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজন। ৯টি দেশজুড়ে বিস্তৃত এই অরণ্যের ৬০ শতাংশই ব্রাজিলে। কয়েক বছর ধরেই ব্রাজিলে এই বনভূমি রয়েছে হুমকির মুখে। এমন পরিস্থিতিতে আবারও রেকর্ড পরিমাণ বন উজাড়ের তথ্য মিলেছে। সম্প্রতি পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা ও সরকারি প্রতিবেদনে বলা হচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছর জানুয়ারি থেকে মার্চেই ব্রাজিলের আমাজনে গাছপালা উজাড়ের পরিমাণ ৬৪ শতাংশ বেড়েছে। বনভূমির ৯৪১ বর্গকিলোমিটার রয়েছে ধ্বংসের মুখে। পৃথিবীর ফুসফুসের এমন দুরবস্থায় গভীর উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট জেইর বলসোনারো সরকারের দিকেই আঙুল তুলছেন তারা। তাদের মতে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্টের পরিবেশগত সুরক্ষা দুর্বল হয়ে পড়েছে। তবে এ বিষয়ে সরকারের যুক্তি ওই অঞ্চলে দারিদ্র্য কমাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- পরিচালনায় গাছ কাটা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী ১০ শতাংশ কার্বন নির্গমন বন উজাড়ের কারণে হয়ে থাকে। আর আমাজনে এভাবে ধ্বংসযজ্ঞ চলতে থাকলে আগামী দিনে বিশ্ব আরও ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা। গত এপ্রিলে আমাজনে বন উজাড় কমাতে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেন দেশটির আদিবাসী সম্প্রদায়ের মানুষ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com