April 27, 2024, 6:51 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
বাঁকড়ায় পল্লী বিদ্যুৎ’র খুঁটি বসাতেও চাঁদাবাজী

বাঁকড়ায় পল্লী বিদ্যুৎ’র খুঁটি বসাতেও চাঁদাবাজী

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে পল্লী বিদ্যুৎ’র খুঁটি বসানো নিয়ে চলছে চাঁদাবাজী। জানা যায়, গত ৯ই সেপ্টেম্বর বুধবার পল্লী বিদ্যুত অফিস থেকে ফোর ম্যানসহ মঈনুর ও বেশ কয়েকজন কর্মচারী বাঁকড়া গ্রামে এসে মৃত্যু বলাই দাশের ছেলে ভীব দাশ এবং মৃত্যু মানিক সরকারের ছেলে সাধন সরকারের বাড়ী খুঁটি বসিয়ে যায় এবং এই দুজনের কাছ থেকে (২৫০০+১৫০০) মোট ৪ হাজার টাকা জোর পূর্বক আদায় করে। গ্রাহকরা টাকা দিতে অপারগত প্রকাশ করলে মঈনুর বলে টাকা না দিলে খুঁটি নিয়ে চলে যাবো। আর এই খুঁটি নিয়ে চলে গেলে এ জীবনে আর বিদ্যুৎ পাবেন না। গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে মঈনুর বাহিনী গরীব অসহায় মানুষের কাছ থেকে জোরপূর্বক এ অর্থ আদায় করে চলেছে। মঈনুর বাহিনী গ্রাহকদের আরও বলেন, এ টাকার কথা কারও সাথে বললে আপনি কিন্তু মিটার পাবেন না। মঈনুরের কাছে থাকা মুঠো ফোনে (যার নং ০১৭৭৭-১৩৫৩৩২) যোগাযোগ করলে সে নিজ মুখে টাকা নেওয়ার কথা শিকার করেন এবং সাংবাদিকের কাছে শিকার করে টাকাটা আমি ফেরৎ দেব, কিন্তু আজও সেটা টাকাটা ফেরত দেয়নি। এমনকি তার এই নাম্বারে রিং করলে সে রিসিভও করেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে দিতে চাইছেন সেখানে পল্লী বিদ্যুৎ এর কিছু অসাধু কমর্চারী প্রধানমন্ত্রীর অঙ্গিকারকে বাস্তবে রুপ দিতে বাঁধা সৃষ্টি করছে। শুধু এই নয় জানা গেছে প্রত্যেক গ্রাম থেকে তারা এ টাকা আদায় করে চলেছে। উর্দ্ধতন কতৃপক্ষের কাছে সাধারণ মানূষের দাবী এই সমস্ত কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্ত নেওয়া হোক।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com