April 27, 2024, 8:27 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ চেয়ারম্যান প্রার্থীর জয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ চেয়ারম্যান প্রার্থীর জয়

চতুর্থ ধাপে সারা দেশে ৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়ছে না। গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ানোয় এবং কোথাও কোথাও আর কোনো প্রার্থী না থাকায় ৪৮টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী শুধু বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, চতুর্থ ধাপে ৮৪২টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৩৫ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১১২ জনসহ মোট ২৯৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম ধাপে ১৬০টির মধ্যে ৪৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়েনি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির মধ্যে ৭৬টিতে, তৃতীয় ধাপে ১ হাজার ৩ ইউপির মধ্যে ১০০টিসহ মোট ২১৯ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর চতুর্থ ধাপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৪৮ জন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com