April 27, 2024, 6:43 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
বিভিন্নস্থানে উন্নয়ন সংগঠনের সভা সমাবেশ কর্মশালা সেমিনার অনুষ্ঠিত

বিভিন্নস্থানে উন্নয়ন সংগঠনের সভা সমাবেশ কর্মশালা সেমিনার অনুষ্ঠিত

বিভিন্নস্থানে উন্নয়ন সংগঠনের সভা সমাবেশ কর্মশালা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেফটি নেট নীতিমালা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও শক্তিশালী বিপণন ব্যবস্থাপনা বিষয়ক এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরণ কালিগঞ্জ কেন্দ্র: কালিগঞ্জে অপ্রতিরোধ্য প্রকল্প অবহিতকরণ এবং সেফটি নেট নীতিমালার বাস্তবায়ন, সমস্যা ও সুপারিশ গ্রহণ শীর্ষক কর্মশালা সোমবার বেলা ২টায় উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করেন উত্তরণ অপ্রতিরোধ্য পকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলাদেবী মল্লিক, কালিগঞ্জ ইউসিসিএ’র সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রধান সহকারী মিলন অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে উত্তরণ’র কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, নলতা শাখা ব্যবস্থাপক কামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গ্রামপুলিশ, ভূমি কমিটির কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।দেবহাটায় উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্প: দেবহাটায় উত্তরণের আয়োজনে অপ্রতিরোধ্য প্রকল্প অবহিতকরণ এবং সেফটিনেট নীতিমালার বাস্তবায়ন, সমস্যা ও সুপারিশ গ্রহণ শীর্ষক কর্মশালা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণের ভূমি কমিটির সভাপতি সমাজসেবক সরদার আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজল, বিআরডিবির চেয়ারম্যান ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।তালায় ভূমিজ ফাউন্ডেশন: তালায় সোমবার সকালে ভূমিজ ফাউন্ডেশনের কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক, সরকারি বেসরকারি প্রতিনিধি ও যুবদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।তালা নারী ও প্রতিরোধ কমিটির সভাপতি ও তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, সমাজ সেবা কর্মকর্তা শেখ মো. আওয়াল, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান, বৈদ্যনাথ সরকার, সুতপা রাহা, গোবিন্দ ঘোষ, আফজাল হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, শ্যামল কুমার প্রমুখ।খুলনায় এশিয়া ফাউন্ডেশন ও আইডিই বাংলাদেশ: বেসরকারি উন্নয়ন সংস্থা এশিয়া ফাউন্ডেশন ও আইডিই বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও শক্তিশালী বিপণন ব্যবস্থাপনা শীর্ষক উইই-এসএমএস প্রকল্পের স্থানীয় কর্মশালা সোমবার দুপুরে খুলনার হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকার গৃহীত নীতিমালা, উদ্যোক্তাদের চাহিদা, সমস্যা ও তার সম্ভাব্য সমাধান, ব্যাংকঋণ প্রাপ্তি, ব্যবসা দক্ষতা অর্জন, বিনিয়োগ দক্ষতায় আঞ্চলিক ভিন্নতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, এশিয়া ফাউন্ডেশনের বাসুদেব চক্রবর্তী, সাব্বির শওকত, আইডিই বাংলাদেশের ডাঃ বাবুলাল রায়সহ সরকারি বেসরকারি ব্যাংক ও দপ্তরসমূহের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, এশিয়া ফাউন্ডেশন ও আইডিই বাংলাদেশ-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।তালার দলুয়ায় সাসের মাঠ দিবস: সোমবার বিকাল ৪টায় তালা উপজেলার দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে ও পল্লী কর্মসহায়কের অর্থায়নে কার্প গলদা মিশ্র চাষের ফলাফল বিষায়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাসের প্রকল্প সমন্বয়কারী খান মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান, বাংলাদেশ স্টামফোর্ড ইউনিভাসিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র ইমন পারভেজ প্রিন্স, নারী নেত্রী ভৈরবি ভাছাড়, সহকারি ভ্যানু চেইন ফেসিলেটটর মো. আবু জাহিদ, বদরুজ্জামান, মো. জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভ্যানুচেইন ফেসিলেটটর মো. জুলফিকার আলী।বেতনা ও অন্যান্য নদী এবং বন পরিবেশ রক্ষা কমিটি: বেতনা ও অন্যান্য নদী এবং বন পরিবেশ রক্ষা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, যুগ্ম আহবায়ক শেখ আবু সুফিয়ান সজল, শেখ তৌহিদুজ্জামান তোতা, শেখ শওকত আলী, আব্দুস সামাদ, সদস্য সচিব মফিজুর রহমান,সদস্য কওসার আলী, রহমত আলী, বাবলূ হাসান,আরমান আলী, মনিরুজ্জামান টুটুল প্রমূখ। সভায় বক্তাগণ বেতনা ও অন্যান্য নদী এবং বন পরিবেশ রক্ষা কমিটির নাম বিলুপ্ত করেন এবং উক্ত কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংক্ষিপ্তকারে ‘নদী ও পরিবেশ রক্ষা কমিটি’ নামকরণ করেন। উক্ত সংক্ষিপ্ত নামটি উপস্থিত সভায় সর্বসম্মতভাবে একমত পোষণ করেন। এছাড়া সভায় আহবায়ক কমিটি বিলুপ্তি করে আবুল হোসেন খোকনকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com