April 27, 2024, 10:34 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখার আরেক নাম বাংলাদেশ : সুজিত অধিকারী

বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখার আরেক নাম বাংলাদেশ : সুজিত অধিকারী

বক্তৃতার শুরুতেই শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য শহীদ, অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতা যুগোল কিশোর দে ও জ্ঞানেন্দ্রনাথ সানা’র স্মরণ সভায় তাদের আত্মার শান্তি কামনা করে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী বলেন, বাঙালি জাতি ধ্বংস করার লক্ষ্যে ১৫ আগস্টের সৃষ্টি। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধু কেই না, তার পরিবার সকল সদস্য কে মেরে ফেলে। বেঁচে থাকা বঙ্গবন্ধু’র সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখার আরেক নাম বাংলাদেশ। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, মেট্রোরেল আজ স্বপ্ন নয় বাস্তব। সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি উর্ধ্বমুখী। বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। সেজন্য আগামী দ্বাদশ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। শনিবার সকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা (সরল, কালীবাড়ি) মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখা আয়োজিত পূজা উদযাপন পরিষদ নেতা যুগোল কিশোর দে ও জ্ঞানেন্দ্রনাথ সানা’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সভাপতি সমীরণ কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, পূজা পরিষদের জেলা পূজা সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, সদস্য অলোক মজুমদার, উপজেলা কমিটির সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মুরারী মোহন সরকার, দেব্ব্রত কুমার রায়, কাউন্সিলর রবিশংকর মন্ডল, সন্তোষ সরকার, সুনীল মন্ডল, সফরসঙ্গী মোল্লা মোজাফফর হোসেন, মো. রফিকুল ইসলাম লাবু, মো. খায়রুল আলম, মানিকুজ্জান অশোক, সাইফুল ইসলাম সাঈদ, বাবুরাম মন্ডল, স্বপন সাহা, প্রাণ কৃষ্ণ মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, প্রজিত রায়, বিজন বিহারী সরকার, কৃষ্ণপদ মন্ডল, যুগোল কিশোর দে’ রং মেঝ ছেলে চন্দ্র শেখর দে, বিজন রায়, অপূর্ব রায়, শঙ্কর দেবনাথ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, বিভাষেন্দু সরকার, অসীম রায়, কালীপদ বিশ্বাস, দীপক মন্ডল, বিদ্যুৎ বিশ্বাস, দ্বিজেন্দ্র নাথ মন্ডল,জগন্নাথ দেবনাথ। ১০ ইউনিয়ন ও পৌর সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, একই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা এবং বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com