April 27, 2024, 7:37 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ব্যবসা সহজ করতে আইনে পরিবর্তন আনছে ভারত

ব্যবসা সহজ করতে আইনে পরিবর্তন আনছে ভারত

মন্দা কাটিয়ে আগের চেয়ে আরও শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। পাঁচ বছরের মধ্যে পৌঁছে যাবে ৫ লাখ কোটি ডলারের অর্থনীতিতে।’ শুক্রবার নিজের এমন বিশ্বাসের কথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে দেশটির ব্যবসায়ীদের সংগঠন ‘অ্যাসোচেম’র একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী দিনে তার সরকার ১০০ লাখ কোটি টাকা খরচ করবে শুধু পরিকাঠামো উন্নয়ন খাতে।মোদি বলেন, ‘দেশের চলতি অর্থনৈতিক মন্দা নিয়ে কে কী বলছেন, তা আমার জানা আছে। আমি তাদের নিয়ে কোনও পাল্টা মন্তব্য করতে চাই না। শুধু বলব, এই মন্দা কাটিয়ে শীঘ্রই ভারত আগের চেয়ে আরও শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে।’তিনি মনে করিয়ে দেন, এমন অর্থনৈতিক মন্দা অতীতেও হয়েছে। কয়েকবার হয়েছে। মোদির কথায়, ‘এর আগের জমানায় (ইউপিএ) দেশের জিডিপি বৃদ্ধির হার সাড়ে তিন শতাংশে নেমে গিয়েছিল। অতীতেও নানা ওঠা-নামার মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতের অর্থনীতিকে। সব সমস্যা কাটিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ৫ লাখ কোটি ডলার অর্থনীতির দেশ হয়ে উঠবে।’ভারতের অর্থনীতিকে ফের চাঙ্গা করে তুলতে ব্যবসার সম্প্রসারণে বিজেপি সরকারের আন্তরিকতার কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, যাতে খুব সহজেই কেউ ব্যবসা শুরু করতে পারেন আর সেই ব্যবসাকে টিঁকিয়ে রাখতে পারেন, সে জন্য কোম্পানি আইনকে ঢেলে সাজানো হচ্ছে। এই আইনকে আরও বেশি মানবিক করে তোলা হচ্ছে। কমানো হয়েছে কর্পোরেট করের হারও। সাম্প্রতিক কালে যা সর্বনিম্ন।শুক্রবার দিল্লিতে ‘অ্যাসোচ্যাম’র ওই অনুষ্ঠানে মোদি বলেন, ব্যবসায় উৎসাহ বাড়াতে তার সরকার প্রথম থেকেই আগ্রহ দেখিয়েছে। যা যা করণীয়, সে দিকে নজর দেয়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘খুব সহজে ব্যবসা করা যায়, এমন ১০টি দেশের তালিকায় ভারত গত তিন বছরে ঢুকে পড়েছে।’কোম্পানি আইনে কী কী রদবদল ঘটানো হয়েছে তা জানাতে গিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনও নতুন কোম্পানির নথিভুক্তিকরণের সময় আগের চেয়ে অনেক কমানো হয়েছে। এ জন্য আগে কয়েক মাস লেগে যেত। সেটা এখন কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে যাচ্ছে। ব্যবসায়ী, শিল্পপতিদের সুবিধার্থে বিমানবন্দর ও সমুদ্রবন্দরে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সড়ক-সহ নানা ধরনের পরিকাঠামোরও উন্নতি ঘটানো হয়েছে। শিল্পপতি ও ব্যবসায়ীদের পরামর্শ মেনেই চালু করা হয়েছে পণ্য পরিষেবা কর (জিএসটি)। সেই করের বিভিন্ন স্তরেরও সরলীকরণ করা হয়েছে।’মোদি আরও বলেন, কোম্পানি আইনে যে সব ফৌজদারি আইন রয়েছে, ব্যবসাকে উৎসাহ দিতে সেগুলো বাদ দেয়া হবে বা সংশোধন করা হবে। তবে কোম্পানি আইন থেকে সংশ্লিষ্ট কোন কোন ফৌজদারি আইন বাদ পড়বে বা সেগুলোর সংশোধন হবে, তা স্পষ্ট করে জানাননি তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com