April 27, 2024, 6:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলেন কুয়েটের ৩২ শিক্ষক

ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলেন কুয়েটের ৩২ শিক্ষক

ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন শিক্ষক। ২০২২ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য কুয়েটের সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই পূর্বক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সোমবার (৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে এ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন বিইসিএম বিভাগের প্রভাষক শুভ দ্বীপ দত্ত, গণিত বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ, সিই বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী, প্রফেসর ড. মো. জহির উদ্দীন, রসায়ন বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. মামুন জামাল, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব আলম, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় চক্রবর্তী, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ কামাল হোসেন, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক পলাশ চন্দ্র দাশ, ইইই বিভাগের প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, প্রফেসর ড. আরাফাত হোসেন, সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. জান্নাতুল ইসলাম, প্রভাষক খাদিজাতুল কুবরা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সুনন্দ দাস, প্রভাষক এস. এম. তাসলিম উদ্দীন রাজু, ইসিই বিভাগের প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, প্রফেসর ড. শেখ মো. রবিউল ইসলাম, প্রভাষক আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইবতিদাউল করিম, এমই বিভাগের প্রফেসর ড. জহির উদ্দীন আহমেদ, এলই বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, টিই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক এ. কে. এম. নওয়াব-উল হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সহকারী অধ্যাপক জয় সরকার, এমই বিভাগের প্রফেসর ড. দিপায়ন মন্ডল, প্রফেসর ড. আশরাফুল ইসলাম, এমটিই বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় এবং এমই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম এবং আইডিএম এর সহকারী অধ্যাপক মো. রিয়াদ হোসেন। এসময় এ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষকদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করেন এমই বিভাগের প্রফেসর ড. জহির উদ্দীন আহমেদ, ইইই বিভাগের প্রফেসর ড. নরোত্তম কুমার রায় ও বিইসিএম বিভাগের প্রভাষক শুভ দ্বীপ দত্ত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, দপ্তর ও শাখা প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com