April 27, 2024, 5:42 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির প্রত্যাশা ফাওয়াদের

ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির প্রত্যাশা ফাওয়াদের

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ভারতে তাঁর সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির প্রত্যাশা করছেন, অভিনেতা বলেছেন, ভারতে সিনেমাটি মুক্তি পেলে দুই দেশের জন্য একটি ভালো সংযোগ তৈরি হবে, সিনেমাটি ৩০ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও পরবর্তী সময়ে সেটি বাতিল করা হয়, এ ছাড়া সিনেমাটি মুক্তির নতুন কোনো তারিখও ঘোষণা করা হয়নি। ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ হলো ১৯৭৯ সালের পাকিস্তানি কাল্ট ক্লাসিক মওলা জাটের একটি আনুষ্ঠানিক রূপান্তর, বিলাল লাশারি পরিচালিত এই সিনেমাটিতে ফাওয়াদ খানের সঙ্গে মাহিরা খানও রয়েছেন, পাকিস্তানের অন্যতম সফল সিনেমা হিসেবে বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি, সম্প্রতি অভিনেতা ফাওয়াদ খান তার ইনস্টাগ্রামে একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা নিজের সবচেয়ে সফল চলচ্চিত্র ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ নিয়ে কথা বলেন, তিনি জানান, ভারতে তার সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি, পাকিস্তানের মতো ভারতেও বেশ জনপ্রিয় ফাওয়াদ খান, বলিউডের বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বিগত বছরগুলোতে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর ভারতে পাকিস্তানি চলচ্চিত্র তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরপর থেকেই বলিউডে আর দেখা যায়নি এই অভিনেতাকে, ভারতে সিনেমাটি মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে ফাওয়াদ খান সিএনএনকে বলেন, ‘এটি অবশ্যই দুর্দান্ত হবে, দুই দেশের চলচ্চিত্র অঙ্গনের হাত মেলানোর একটি দুর্দান্ত উপায় তৈরি হবে, ঈদে এবং দীপাবলিতে আমরা যেভাবে একে অপরের কাছে মিষ্টি পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিই, এমনটাই হবে। সিনেমা এবং মিউজিক হচ্ছে এক ধরনের বিনিময়, কিন্তু দুই দেশের জটিলতায় এই বিষয়গুলো এখনো কিছুটা উত্তপ্ত, দেখা যাক, আমি শুনেছি সিনেমাটি ভারতে মুক্তি পেতে পারে, আবার না-ও হতে পারে, তাই আসুন দেখি কী হয়! অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই,’ ফাওয়াদ আরো বলেছেন, ২০২২ সালটি শুধু তার নয়, গোটা পাকিস্তানি সিনেমার জন্য একটি বড় বছর প্রমাণিত হয়েছে, এই মুহূর্তে পাকিস্তানি চলচ্চিত্রের যে অবস্থা, মওলা জাটের দুর্দান্ত ব্যাবসায়িক সফলতা চলচ্চিত্রশিল্পের জন্য আশা জাগানো একটি ব্যাপার, পাকিস্তানি সিনেমার জন্য দুর্দান্ত প্রমাণিত হয়েছে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ পাকিস্তানে ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে এবং এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী পাকিস্তানি চলচ্চিত্র হিসেবে জায়গা দখল করেছে, পাকিস্তানে ১০০ কোটি আয়ের রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বব্যাপী ২৩৮ কোটি আয় করেছে সিনেমাটি, দর্শক ও সমালোচক উভয় মহলেই দারুণ প্রশংসিত হয়েছে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’, সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com