April 27, 2024, 6:36 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
মন্ময় মনির’র তৃতীয় একক আবৃত্তি উৎসব সৃজন মনন স্পন্দনে বাংলাদেশ

মন্ময় মনির’র তৃতীয় একক আবৃত্তি উৎসব সৃজন মনন স্পন্দনে বাংলাদেশ

কবিতা পরিষদের আয়োজনে ১১ মার্চ ২০২৩ বিকাল চারটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে প্রেম ও দ্রোহের কবিতা নিয়ে কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি মন্ময় মনির’র তৃতীয় একক আবৃত্তি উৎসব সৃজন মনন স্পন্দনে বাংলাদেশ অনুষ্ঠিত। কবিতা পরিষদ সাতক্ষীরার প্রধান উদেষ্টা কবি শুভ্র আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি ছিলেন লেখক হামিদ মোল্লা, কবি কিশোরী মোহন সরকার ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। নব কুমার ঢালীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কবি দ্বিলীপ কুমার ম-ল। আলোচক ছিলেন লেখক হামিদ মোল্লা, আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান ছট্টু, কবি স ম তুহিন। আবৃতি উৎসবে আমন্ত্রতি অতিথিদের উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ এর সহধর্মিনী মিসেস শুভ্র আহমেদ, শাহানাজ পারভীন, কবি রুহুল আমিন ময়না, কর্ণ বিশ্বাস কেডি, তরুণ কবি ও লেখক তারিক ইসলাম সিরাজুল ইসলাম, কবি আবু সালেক চাঁদ, মো. আয়ুব আলী, মনজুরুল হক, হাফিজুর রহমান মাসুম, কবি শহীদুর রহমান, সায়েম ফেরদৌস মিতুল, কবি সৌহার্দ সিরাজ, মিল্টন শানা, শেখ সিদ্দিকুর রহমান, আশুতোষ সরকার, বাবলু ভঞ্জ চৌধুরী, কবি নুরুজ্জামান সাহেব শেখ ফারুক প্রমুখ। আবৃত্তি অনুঠানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, সিকান্দার আবু জাফর, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, মহাদেব সাহা, সুনীল গঙ্গোপাধ্যায়, জয়দেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, মুহাম্মদ সামাদ, আবদুস সামাদ ফারুক, শেখ মফিজুর রহমান, রেজাউদ্দীন স্টালিন, আনজীর লিটন, শাহাদাৎ হোসেন নিপু, শিহাব শাহরিয়ার, শেখ নুরুল ইসলাম, কিশোরী মোহন সরকার, শুভ্র আহমেদ, স ম তুহিন, গুলশান আরা, শহীদুল ইসলাম, আহমেদ সাব্বির, হেলাল সালাহউদ্দিন সহ বাংলা সাহিত্যের নবীণ প্রবীণ মিলিয়ে মোট ৩৭ জন কবির ৫৭ টি কবিতা আবৃত্তি করা হয়। আবৃত্তির ফাঁকে ফাঁকে আলোচকগণ তাদের তাদের প্রাণবন্ত দিকনির্দশনা মূলক আলোচনা উপস্থাপন করেন। তারা বলেন, একজন আবৃত্তিশিল্পীকে একজন কণ্ঠশিল্পীর মতোই যতœ নিতে নিয়মিত কণ্ঠের ব্যায়াম ও কণ্ঠ সাধতে সরাগম করতে হয়। আবৃত্তির ব্যাপারটা যেহেতু বাকনির্ভর তাই একজন আবৃত্তিশিল্পীর বাঁক ও শব্দ সৃষ্টির ইতিহাস, ধ্বনি-উচ্চারণরীতি ইত্যাদি জানা এবং স্বরপরিবর্তনের ক্ষেত্র ‘সজ্ঞান চিন্তন প্রক্রিয়া’ থাকা খুব জরুরী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com