April 27, 2024, 9:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

খুলনার ডুমুুরিয়া উপজেলার বরাতিয়া ভদ্রানদীর পাড়ে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য দুর্যোগ সহশীল ঘর তৈরীতে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। যদিও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর নির্মাণে সার্বিক তদারকি করছে খোদ ডুমুরিয়া উপজেলা প্রশাসন। নির্মাণ সামগ্রী নি¤œমানের হওয়ার কথা জিজ্ঞাসা করতেই প্রমান পেলে খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানা যায়,২০২০-২১ অর্থবছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় উপজেলায় ১৬৫টি ভূমিহীন পরিবারকে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমিপাকা গৃহনির্মাণ করে দেয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ৬৫টি ঘর নির্মাণ শেষে সুবিধাভোগীদের মাঝে সেগুলো হস্তান্তরও করা হয়েছে।

২য় ধাপে নির্মাণাধীন রয়েছে ১০০টি ঘর। যার প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ডুমুরিয়া উপজেলায় এই কাজের দেখভাল করছে খোদ উপজেলা প্রশাসন। সরেজমিনে উপজেলার বরাতিয়া ভদ্রানদীর পাড়ে গিয়ে দেখা গেছে, ভূমিহীনদের জন্য দুর্যোগ সহনশীল ওই সব নির্মানাধীন ঘর গুলোতে ব্যবহৃত হচ্ছে নি¤œমানের ইট খোঁয়া সহ বিভিন্ন সামগ্রী। এর আগে গ্রেটভীম ঢালাইয়ের দিন সরেজমিনে সেখানে গিয়ে উপজেলা পি আইও অফিসের কার্য সহকারী মো. রিপন মিয়াকে দেখা যায়। এসময় তিনি বলেন, ঢালাইয়ের কাজ দেখার জন্য সেখানে গিয়েছেন। তবে তাকে সেখানকার কাজে ব্যবহৃত খোঁয়া,বালু ও সিমেন্টের আনুপাতিক হার জানতে চাইলে সেব্যাপারে তিনি কিছুই জানেন না জানান। ইউএনও মহোদয় তাকে পাঠিয়েছেন তাই তিনি কাজ দেখভাল করতে এসেছেন বলেও দাবি করেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্মরত একাধিক শ্রমিকরা জানান, ইউএনও স্যার যে জিনিস পাঠাইছে তারা সেই জিনিস দিয়েই কাজ করছেন। এতে তাদের কি দোষ। তাদের অনেকেই আবার দাবি করেন, তারা নিন্ম মানের সমগ্রী ব্যাবহারের ব্যাপারে স্যারকে (ইউএনও) বলেছি। কিন্তু তিনি গুরুত্ব না দিলে তাদের কিই বা করার আছে এ প্রতিনিধিকে এমন উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন তারা।

তারা আরও জানান, প্রথমে ৩ ইঞ্চি সিসি ঢালাই দেয়ার কথা থাকলেও ঢালাই ঠিকমত দেওয়া হয়নি। এমনকি কোন ঘরে ১ থেকে ২ ইঞ্চি ঢালাই আবার কোন কোনটাতে ঢালায়ই দেওয়া হয়নি। ইটের গাথুনি ১৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও সেখানে ঠিকমত দেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।
স্থানীয় ভূমিহীনদের তালিকায় থাকা কয়েকজন বলেন, আমাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বানিয়ে দিতেছে। যে ঘর হবে আমাদের মাথা গোঁজার ঠাই। কিন্ত ঘর বানানোর দায়িত্বে যারা আছে, তারা নি¤œমানের ইট ও বিবিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে এই ঘর বানাইতেছে।
‘কিছু বললে যদি তালিকা থেকে নাম কেটে দেয় এই ভয়ে কেউ কিছু বলতে পারি নাই। যেভাবে কাজ করা হচ্ছে, তাতে এসব ঘর বেশিদিন টিকবে না বলেও আশঙ্খা করেন তারা।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান জানান, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানেই ভূমি ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনশীল প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর নির্মাণ করা হচ্ছে। তবে সরাসরি তার দপ্তরে গিয়ে প্রমাণ দেখালে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও আশ্বস্ত করেন।
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরীতে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কোন সুযোগ নেই। আর এ ব্যাপারে তিনি অবগত নন। তবে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার কথা তিনি যেহুতু শুনলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com