April 27, 2024, 12:34 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

মুজিববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের স্বাস্থ্য পরীক্ষাসহ দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রতি তিন মাস অন্তর পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে শুরু হওয়া পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে রবিবার। “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসে এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মোঃ জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নকিবুল হাসান, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর মুখার্জি, সদর হাসপাতালের মেডিকেল অফিসার (চক্ষু) ডাঃ প্রভাকর মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ আর কাফি, সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্নি ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, ডাঃ শিব্বির আহমেদ, ডাঃ মোঃ হুমায়ুন কবির, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক আবু হাসান মল্লিক।
প্রধান অতিথি চালকদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ এস এম ওয়াজেদ হোসেন পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভাপতির বক্তব্যে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোঃ নাসিরুল আরিফিন কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু হাসান মল্লিক। কর্মশালায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী চালকদের স্বাস্থ্য পরীক্ষার অংশ বিশেষ এর মধ্যে ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও চক্ষু পরীক্ষা করে চশমাসহ স্বাস্থ্য সনদ প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনা বিষয়ের উপর ভিডিও চিএ প্রদর্শন, ট্রাফিক সংকেত বিতরণসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চালকদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আবু তাহের, শেখ আবু তোরাব, গোপাল অধিকারী, মোঃ আবু সাঈদ, মোঃ ছনি হোসেন, মোঃ হারেজ আলী, মোঃ আরিজুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম, সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ১৪৮ জন পেশাজীবি চালক অংশ গ্রহণ করে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com