April 27, 2024, 12:42 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউএনও’র বিদায় সংবর্ধনা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউএনও’র বিদায় সংবর্ধনা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( (ইউএনও) মো. শরিফুল আলম তানভীরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম তানভীর বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ভাই ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ। এত ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল ভোকেশনাল ইনস্টিটিউশন, মাদ্রাসার সুপারগণসহ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সহকারী শিক্ষক এবং প্রধানগণ।

মূল অভিব্যক্তি এবং অভিজ্ঞতা উপস্থাপন করেন রায়বাহাদুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বনাথ তালুকদার। ভোকেশনাল ইনস্টিটিউশনের পক্ষে অভিব্যক্তি প্রকাশ করেন সিদ্দিক আকবর ভোকেশনাল ইনস্টিটিউশনের সুপার নাজমুন নাহার। মাদ্রাসার পক্ষে অভিব্যক্তি প্রকাশ করেন মো. হেমায়েত উদ্দিন সুপার সিদ্দিক আকবর দাখিল মাদ্রাসা, মো. আমির হোসেন সুপার খাস কান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং মো. হাসান তালুকদার সুপার নেছারাবাদ দাখিল মাদ্রাসা।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে অভিজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করেন মো. মাহবুবুর রহমান প্রধান শিক্ষক অসভ্য উচ্চ বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম প্রধান শিক্ষক সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মো. মনজুরুল আলম প্রধান শিক্ষক মালখানগর উচ্চ বিদ্যালয় জনাব বিশ্বজিৎ ঘোষ, রাজদিয়া উপায় পাইলট উচ্চ বিদ্যালয়। আরও বক্তব্য রাখেন কেন উপজেলার অ্যাকাডেমি সুপারভাইজার জনাব খোকন মিয়া, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আশরাফুল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান শিক্ষক ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। বিদায়ী ইউ এন ও জনাব মো. শরিফুল আলম তানভীরের বিদায়ী আবেগঘন বক্তব্যের পরে সভাপতির বক্তব্য উপস্থাপন করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের শেষে বিদায় ইউএনওর হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেন উপস্থিত সকল প্রতিষ্ঠান প্রধানগণ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com