April 27, 2024, 12:06 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
মুন্সিগঞ্জে চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে জেলে কার্ডে তালিকা তৈরিতে অর্থ বানিজ্যের অভিযোগ

মুন্সিগঞ্জে চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে জেলে কার্ডে তালিকা তৈরিতে অর্থ বানিজ্যের অভিযোগ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে জেলে কার্ডে তালিকা তৈরিতে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে ৷একাধিক সূত্রে জানাগেছে যে, গত ২০ আগষ্ট ২০২২ তারিখে জেলে কার্ডের চাউল বিতরণে তালিকা প্রস্তুত করতে জেলেদের নাম দিতে মাথাপিছু ১৫শ থেকে ২ হাজার টাকা গ্রহণ করেন চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়ার্দার ৷ ২৩ হাজার মৎস্য কার্ড নিবন্ধনের মধ্যে ৮ হাজার ৩শ ২৪টি কার্ডে সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত ৬৫ দিন নিষিদ্ধকালীন সময়ের জন্য ৮৩২৪ জন সমুদ্রগামী জেলেদের জন্য ভিজিএফ (চাল) প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় ৷ গত ৩ আগষ্টের মধ্যে উপজেলা কমিটিতে তালিকা প্রেরণের নির্দেশ দিলে ১২ ইউনিয়নের চেয়ারম্যান তালিকা তৈরি করে উপজেলায় প্রদান করেুন ৷ তার মধ্যে মুন্সীগঞ্জ ইউনিয়নে ১৫শ, গাবুরা ইউনিয়ন ১৫শ, বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১২শ, পদ্মপুকার ইউনিয়নে ১২শ, রমজাননগর ইউনিয়নে ৭৭৪, কৈখালী ইউনিয়নে ৭৭০, আটুলিয়া ইউনিয়নে ৫শ,
ইশ্বরীপুর ইউনিয়নে ৩৫০, কাশিমারী ইউনিয়নে ২শ, শ্যামনগর সদর ইউনিয়নে ১৩০, নুরনগর ইউনিয়নে ১শ, ভুরুলিয়া ইউনিয়নে ১শ ৷
ঐ সময় মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়ার্দার তালিকা তৈরি করেন ৷ যারা টাকা দিয়েছেন তাদের নাম তালিকায় দিয়েছেন আর যারা টাকা দেয়নি তাদের নাম তালিকায় দেননি ৷ মুন্সিগঞ্জ ইউনিয়নে ১৫শ কার্ডের ভর্তুকি হিসেবে মাথাপিছু ৩০ কেজি করে চাউল প্রদান করা হয় ৷জেলেরা অভিযোগ তুলে বলেন, অনেকের জেলে কার্ড আছে ৷ তার মধ্যে কারোর বিএলসি নেই আবার কেউ ১০/১২ বছর জেলে পেশা বাদ দিয়ে অন্য পেশা বেছে নিয়েছে কিন্তু তারা কিভাবে চাউল পাই? আরো অভিযোগ তুলে বলেন, আমাদের কাছে টাকা চেয়েছিল দিতে পারিনি বলে আমরা চাউল পাইনি ৷ আমরাই প্রকৃত জেলে ৷ আমরা সুন্দরবনের উপর নির্ভলশীল অথচ সুন্দরবন বন্ধে সরকার কিছু অনুদান দিয়েছে কিন্তু তার থেকে আমরা বঞ্চিত হোলাম ৷
তবে মৎস্য কর্মকতা তুষার মজুমদার এর সাথে জড়িত এমন মন্তব্য করেছে জেলেরা ৷

এই নিয়ে প্রকৃত জেলেরা উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের কাছে অভিযোগ করেছেন বলে জানাগেছে ৷

মৎস্য কর্মকতা তুষার মজুমদারকে অবগত করলে তিনি বলেন, এমন ঘটনা শুনিনি ভালো করে একটু যাচাই-বাছাই করে দেখেন ৷

মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধার সাথে ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি ৷

বিষয়টি নিয়ে প্রকৃত জেলেরা তাদের কার্ড থাকা সত্বেও ভূর্তুকীর চাউল না পেয়ে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন ৷


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com