April 27, 2024, 9:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন তরিকুল ইসলাম

যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন তরিকুল ইসলাম

সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২২১ জন কর্মকর্তা। সোমবার (৪ সেপ্টেম্বর) পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদন্নোতি প্রাপ্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচিত “জালিয়াতির মাধ্যমে রাজস্ব আত্মসাৎ” ঘটনা উদঘাটনকারী প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম ও রয়েছেন। খুলনা জেলার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গর্ব বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের একমাত্র পুত্র তরিকুল ইসলাম। ২২তম বিসিএস ক্যাডার তরিকুল ইসলাম মুজিব আদর্শের এক বিশ্বস্ত সৈনিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা। মেধাবী ও সাহসী কর্মকর্তা হিসেবে সেটেলমেন্ট অফিসার ভূমি অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগেরহাট, কলারোয়া ও দেবহাটা উপজেলায় দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচিত ঘটনা “জাল রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জালিয়াতির মাধ্যমে ট্রেড লাইসেন্স ইস্যুকরণ”এটি উদঘাটন ও চিহ্নিত করে নগরবাসীর আস্থার প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন তরিকুল ইসলাম। তার মেধা, কর্মদক্ষতা, দেশপ্রেম ও সাহসী পদক্ষেপের এক অন্যতম নির্দশন মর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম একটি ডিও পত্র দিয়েছেন এবং তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রমে অটোমেশন (অনলাইনে ট্যাক্স আদায়) চালু হয়েছে ৩ বছর আগে থেকে কিন্তু কেউ এই চক্রের উদঘাটন করতে পারেননি। আ ন ম তরিকুল ইসলাম একমাত্র কর্মকর্তা তিনি মাত্র ৮ মাস কর্মকালীন সময়ের মধ্যে এই দু:সাহসিক কাজটি জীবনের ঝুঁকি নিয়ে চিহ্নিত করে জাতির সামনে নিয়ে এসেছেন। আর শুধু উদঘাটন ও চিহ্নিত করে তার দায়িত্ব শেষ করেননি, প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে দুদকে মামলাও করেছেন সময়ের এই সাহসী কর্মকর্তা। একজন কর্মকর্তার দেশপ্রেম ও কাজের প্রতি আন্তরিকতা এবং সাহস কতটা বেশি থাকলে নিজ জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের চ্যালে›িজং কাজ করা যায়? তরিকুল ইসলাম ভুৃমি মন্ত্রণালয়ে কাজ করার সময় তার হাতে ভুমির ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়। এমনকি গঙট স্বাক্ষরিত হওয়ার দিন থেকেই ভুমির ডিজিটালাইজেশন শুরুর নিমিত্তে জঝক সিস্টেম তৈরি করতে একটানা প্রায় ৪ বছর নিরলস পরিশ্রম করে তৈরি করে উদ্বোধন উপযোগী করেছিলেন। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মিনি সুন্দরবন খ্যাত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি তার নিজ হাতে সৃষ্টি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com