April 27, 2024, 8:36 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
যেখানে ৫ একর জমির উপর একটি গাছ!

যেখানে ৫ একর জমির উপর একটি গাছ!

 একটি মাত্র গাছ অথচ ছড়িয়ে-ছিটিয়ে বিস্তৃতি লাভ করেছে পুরো ৫ একর জমির উপর। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মেহেরপুরে গ্রামে অবস্থিত এই গাছটি।স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে এখানে দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীরা গাছগুলো দেখতে ভিড় জমায়। তারা এই গাছগুলোর কতদিন বয়স হয়েছে সেটা জানেনা। প্রতি বৃহস্পতিবার ও রবিবার বাইরে থেকে লোকজন যায়,বসে মেলার হাট। সেগুলো দেখতে মানুষের জমাট বাঁধে। মান্য বা মানত করার জন্যও এখানে আসে মানুষ। মানত করে পীর মেহের উদ্দীন (রহ:) এর মাজারে।স্থান সংস্কারের অবকাঠামো উন্নয়নের জন্য ১৯০০ ফুট চারপাশ প্রচীর নির্মাণ, মসজিদ নির্মাণ, রাম্তা পাকাকরণ, ইন্দ্রা সংস্কার, গোয়াঘরের ছাদ, পাকা অতিথি শালা নির্মাণ, বাথরুম, ৩টা গেট নির্মাণ, লাইব্রেরি সংস্কারসহ নানা বিধ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।জানা গেছে বহুকাল আগের একটি ইন্দ্রা বা কূপ ছিলো সম্প্রতি ইন্দ্রার ভিতর থেকে বালি উঠাতে গিয়ে নষ্ট হয়ে গেছে। এই ইন্দ্রার ভিতর নদীতে জোয়ার ভাটার সময় পানি খেলতো। এখানে আছে পীর মেহের উদ্দীন পাবলিক লাইব্রেরি। যেটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়ে পরিচালনা করছেন মেহেরউদ্দীন জনকল্যাণ সংঘ।জানা গেছে এখানে যতগুলো গাছ রয়েছে তারমধ্যে কোনটা মূল গাছ সেটি জানা সম্ভব হয়নি। আর মূল গাছ কোনটি সেটিও নিরুপণ করাও হয়নি। দেখলে আসলে বোঝা কঠিন কোনটা মূল গাছ। একটি গাছের সাথে আরেকটি গাছ জড়িয়ে রয়েছে। যা দেখলে মনে হয় একটি গাছই সমস্ত এলাকা জুড়ে রয়েছে। স্থানটি নিয়ে স্থানীয় ও দর্শণার্থীদের কৌতুহলের শেষ নেই।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com