April 27, 2024, 11:57 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
যোগ্য ওসির যোগ্য এএসআই : কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন শেখ সুমন হাসান

যোগ্য ওসির যোগ্য এএসআই : কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন শেখ সুমন হাসান

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান যেমন সৎ ও সুরুচিসম্পন্ন শৈল্পিক মনের মানুষ, তেমনি তার অধীনস্থ পুলিশ সদস্যরাও সৎ। এই সততার উদাহরণ এএসআই শেখ সুমন হাসান।থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাতক্ষীরা সদর থানার এএসআই শেখ সুমন হাসান ডিউটিতে দায়িত্বরত অবস্থায় শহরের পলাশপোল এলাকার একাডেমী মসজিদের সামনে হতে ১৭হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ম্যানিবাগ কুড়িয়ে পান। এসময় ম্যানিব্যাগের ভিতরে ম্যানিব্যাগের  মালিকের কোন তথ্য না পেয়ে তিনি প্রকৃত মালিককে তার হারানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র  পাওয়া সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে অবগত করেন।এসময় ম্যানিবাগ চেককরে একটি সাদা কাগজে পার্সপোর্ট নাম্বার লেখার সূত্রধরে থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে রবিবার বিকালে প্রকৃত মালিক শহরের পলাশপোল এলাকার চৌধুরী এসকেন্দার মির্জার ছেলে জাহাঙ্গীর আলমকে তার হারানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরিয়ে দেন (ওসি) মোস্তাফিজুর রহমান। এসময় সদর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব কুমার নাথ,  এএসআই শেখ সুমন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এবিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ জনগনের সেবক । মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের কাজ । এ থানায় কর্মরত পুলিশ তাদের দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট । তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িতদের গ্রেফতারে  ও এই মহানুভবতা ও দায়িত্বের প্রতি মর্যাদাবোধে সক্রীয় ভুমিকা রাখার জন্য এএসআই শেখ সুমন হাসানের ভূূূয়সী প্রশংসা করেন ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com