April 27, 2024, 5:51 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
শহিদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ জেলা শাখার আলোচনা সভা

শহিদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ জেলা শাখার আলোচনা সভা

মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ সভাপতি মিলন রায়, সহ সভাপতি জাবেদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক মেহেদীআলী সুজয়, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, পৌর তাঁতীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইনজামামুল হক আসিফ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধের স্বাধীন-সার্বভৌম পরবর্তী বাংলাদেশকে মেধাশূন্য করতেই বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে স্বাধীনতাবিরোধী রাজাকার আলবদর বাহিনী পরিকল্পিতভাবে এ দেশের স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞের যে নীলনকশা প্রণয়ন করেছিল, তা আজও অব্যাহত রয়েছে। স্বাধীনতার ঊষালগ্নে বর্বর পাকিস্তানি আর স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর বাহিনী সেদিন তাদের পরাজয় নিশ্চিত জেনেই বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরের আজকের এই দিনেও স্বাধীনতাবিরোধী মৌলবাদীদের আস্ফালন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ইস্যু করে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করার যে ঐদ্ধত্য, দেশের জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আর বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিষোদগার- অসাম্প্রদায়িক রাজনৈতিক চর্চা আর মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক জাগরণের ব্যর্থতার পদচিহ্ন, যা ভবিষ্যৎ গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা ও উন্নয়নের বাংলাদেশের গতিরোধক।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com