April 27, 2024, 1:06 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
সংসদ নির্বাচনে ইসির অধীনে কাজ করবে পুলিশ : আইজিপি

সংসদ নির্বাচনে ইসির অধীনে কাজ করবে পুলিশ : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কাজ করবে। কমিশন যে রকম আদেশ দেবে, ‘সে অনুযায়ী দায়িত্ব পালন করবে।’ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইন ময়দানে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইজিপি ২শ’ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্য এবং বস্ত্র তুলে দেন। নির্বাচনকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘এ দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী সব পরিস্থিতি মোকাবেলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’ জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিলো যখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হোলি খেলা চলছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ ।’ আইজিপি বলেন, ‘পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশ।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com