April 27, 2024, 3:42 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাতক্ষীরায় আগামী অর্থবছরে ল্যাব প্রতিষ্ঠিত হবে

সাতক্ষীরায় আগামী অর্থবছরে ল্যাব প্রতিষ্ঠিত হবে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য অনেক বেশি ভূমিকা রাখে। সেলক্ষ্যে সরকারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী অর্থ বছরে সাতক্ষীরায় ল্যাব প্রতিষ্ঠিত হবে। এছাড়াও ভ্রাম্যমান ল্যাব প্রতিনিয়ত তাদের কার্যক্রম পরিচালনা করবে। যাতে করে সাতক্ষীরার মধুসহ সকল ব্যবসায়ীরা সহজে নিরাপদ খাদ্য বিশ্ববাজারে বাজারজাত করে। সুন্দরবন শুধু সাতক্ষীরা জেলাতেই আছে। যার কারণে সুন্দরবনের মধু সাতক্ষীরার সম্ভাবনাময়ী খাত। সঠিক পরিচর্যার মাধ্যমে বিশ্ববাজারে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল কাইউম সরকার এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার আয়োজনে শহরের সন্নিকটে লেক ভিউ কনভেনশন সেন্টারে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা অবিবাহিতকরন কর্মসূচি ও নিরাপদ মধু উৎপাদন বৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে করণীয় শীর্ষক জনসচেতনাতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক, এসটিআইআরসি প্রকল্প ও সদস্য (খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যুগ্ম সচিব রেজাউল করিম, উপ-সচিব কাউসারুল ইসলাম সিকদার, খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা গেলে কিভাবে স্মার্ট বাংলাদেশ তৈরির ভূমিকা রাখবে তা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়াও নিরাপদ মধু উৎপাদন বৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে করণীয় ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামান, গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহকারী পরিচালক আজিজুর রহমান, জেলা মৌচাষী ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, বিসিকের উপব্যবস্থাপক গোলাম সাকলাইন প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মী মধুচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com