April 25, 2024, 11:59 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় ৫০ জন শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষা বৃত্তি

সাতক্ষীরায় ৫০ জন শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষা বৃত্তি

স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন সাতক্ষীরায় দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেওয়া হয়। বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব সুমনা আইরিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সারা দেশ ব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে আজ সাতক্ষীরা সদর উপজেলায় ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলো। প্রত্যেক শিক্ষার্থীকে ৪ হাজার টাকা নগদ অর্থের পাশাপাশি ১০০০ টাকার শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। আগামী ৭ জুন জেলার শ্যামনগর উপজেলায় আরও ৩০ জন শিক্ষার্থীকে এই সহায়তা তুলে দেওয়া হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com