April 26, 2024, 7:34 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, মানুষের পাশে দাঁড়ালে মহান আল্লাহপাক খুশি হন। আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথাটি মনে রেখে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা প্রবীণ, আসুন নবীণদের জন্য নতুন বাংলাদেশ গড়ি। পিতা-মাতা বৃদ্ধ হলে সন্তানদের উচিত তাদের প্রতি আরো বেশি যতœবান হওয়া। সিনিয়র সিটিজেনদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কর্ণার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়িার আবেদুর রহমান। আলোচনা সভা শেষে শহরের স্টেডিয়াম ব্রিজের উপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ অধ্যাপক ভূধর সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, মো. ফজলুর রহমান, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ সহিদুর রহমান। অপরদিকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারে গিয়ে মিলিত হয়। সেমিনারে মোড়ক উন্মোচন করেন এডিএম রেজা রশিদ, ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ও মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মানস কুমার মন্ডল প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com