April 25, 2024, 11:59 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা। মঙ্গলবার বিকেল তিনটায় শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামেন মানববন্ধন করে দোকান শ্রমিকরা।
এসময় তারা আমাদের দাবী মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না ” বলে শ্লোগান দিতে থাকে। মানবব^ন্ধনে বক্তব্য রাখেন বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ।
বক্তারা বলেন, গতবারের লকডাউনে আমাদের মানবের জীবন কেটেছে। কোন প্রকার সাহায্য আমরা পায়নি। এ সময় তারা সরকারের কাছে দাবী রাখেন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান এ জন্য।
এদিকে, আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অপরদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭২ টি মামলায় এক লাখ ৫৬ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com