April 27, 2024, 7:56 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন আল মুমিন ব্লাড ব্যাংকের উদ্বোধন

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন আল মুমিন ব্লাড ব্যাংকের উদ্বোধন

“রক্তিম ভালোবাসা, ছড়িয়ে যাক প্রানে প্রানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন “আল মুমিন ব্লাড ব্যাংকের” উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত ব্লাড ব্যাংকের ফিতা কেটে উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা।

সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক কাজী ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাতীলীগের সভাপতি কাজী মারুফ, সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ মারুফ হোসাইন প্রমূখ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে থাকেন। এ সময় তারা সরকারী চাকুরীর ক্ষেত্রে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কোটা রাখার জন্য সরকারের কাছে আহবান জানান। অনুষ্ঠানে এ সময় জেলার ১৫ টি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন তাদের অনুষ্ঠানে যোগদান করেন এবং তারা একত্রে কাঁধেকাধ মিলিয়ে স্বেচ্ছায় কাজ করার আহবান জানান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com