April 26, 2024, 10:21 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৮ মার্চ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৮ মার্চ

আব্দুর রহমান: আগামী ১৮ মার্চ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন। এক বছর মেয়াদি কর্যনির্বাহী কমিটির নেতা নির্বাচনে সমিতির ৪৫৩ জন ভোটার আইনজীবী নির্বাচনে তাদের ভোটিাধিকার প্রয়োগ করবেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, জাতীয়তাবদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতি এড. মোঃ আবুল হোসেন, জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক বিএম মিজানুর রহমান পিন্টু ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এড. মোঃ আজহারুল ইসলাম।

এছাড়া সহ-সভাপতির ১টি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, জেলা জাসাসে’র আহবায়ক এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু, অতিরিক্ত পিপি এড. আব্দুল বারী, ভিপি ল’ইয়ার এ, কিউ, এম কুদরত-ই-মজিদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. মোঃ গোলাম মোস্তফা।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. আ.ক.ম রেজওয়ান উল­াহ সবুজ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধ এড. মোঃ ইউনুচ আলী এবং সদর থানা যুবদলের সাবেক সভাপতি এড. মশিউর রহমান ফারুক। যুগ্ম-সম্পাদকের ১টি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. মোঃ জহুরুল হক, এড. শেখ মোস্তাফিজুর রহমান (শাহনওয়াজ) ও মোঃ সাইদুর রহমান। কোষাধ্যক্ষের ১টি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, এড. জেড এম আব্দুল্যাহ মামুন, এড. মোল্যা মোঃ আব্দুস সোবহান মুকুল ও এড. মোঃ রফিকুল ইসলাম। সহ-সম্পাদক লাইব্রেরীর ১টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন এড. মো: আব্দুল জলিল ও এড. মো: হুমায়ূন কবীর। সহ-সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতির ১টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. অসীম কুমার মন্ডল, এড. স ম মমতাজুর রহমান মামুন, এড. আ.ক.ম সামছুদ্দোহা খোকন ও এড. শেখ হুমায়ূন কবীর। সহ-সম্পাদক মহিলা পদে একমাত্র প্রার্থী এড. শাহানা ইমরোজ একাই মনোনয়নপত্র দাখিল করায় ইতিমধ্যে তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। আইনজীবী সমিতির নারী আইনজীবীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকায় তাঁরা প্রতি বারের ন্যায় এবারও উক্ত পদে একক প্রার্থী দিতে ভুল করেননি।

এছাড়া সদস্যের ৩টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ৮ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. আছাদুল্যাহ আছাদ, এড. মোঃ তারিক ইকবাল অপু, এড. মোঃ নজরুল ইসলাম জীবন, এড. জি, এম ফিরোজ আহমেদ, এড. মোঃ সাইদুজ্জামান জিকো, এড. সুনীল কুমার ঘোষ, এড. স্বপন কুমার মন্ডল ও এড. ই-জে এম হাসীব।

জানা যায়, ১৮৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বর্তমান ভোটার সংখ্যা ৪৫৩ জন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হলেও ভোটের মাঠে রাজনৈতিক হস্তক্ষেপ বরাবরই লক্ষ্য করা যায়। দেশের অন্যান্য বারে আওয়ামীলীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে পৃথক প্যানেলে নির্বাচন হলেও এখানে তেমনটা লক্ষ্য করা যায়না। নির্বাচনে প্রধান দু’টি রাজনৈতিক দল আ’লীগ ও বিএনপির তৎপরতা তেমন লক্ষ্য করা না গেলেও ভেতরে ভেতরে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে। তবে এবারের নির্বাচনে সাধারণ ভোটার আইনজীবীদের মধ্যে চাপা ক্ষোভের বর্হিঃ প্রকাশ ঘটতে পারে বলে মনে করছেন অনেক ভোটার আইনজীবী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র ভোটার আইনজীবী জানান, দীর্ঘদিন যাবৎ জজ আদালত হতে ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের পথের বিষয়টি বর্তমান কমিটি সমাধান করতে না পারার কারনে আগামী রমজান ও বর্ষা মৌসুমে আইনজীবী সহ বিচারপ্রার্থী জনগণের সীমাহীন ভোগান্তি পোহাতে হবে। এছাড়া গত ১৫ মাস যাবৎ জেলার একমাত্র নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারক না থাকাসহ বিভিন্ন কারনে সমিতির সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এসব বিষয় মাথায় রেখেই আগামী ১৮ মার্চের নির্বাচনে ভোটার আইনজীবীগণ ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন আদালত পাড়ার অনেক আইনজীবী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, এড. মোঃ আব্দুল জলিল (১)। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এড. কুন্ড তপন কুমার, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. মোঃ আনিছুর কাদির ময়না ও এড. মোঃ জিয়াউর রহমান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com