April 27, 2024, 5:26 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকার ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে ডিসেম্বর মাসের কল্যাণ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর সঞ্চালনায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

সভার শুরুতে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করেন।এসময় তিনি জেলার আটটি থানার অপরাধ চিত্র পর্যালোচনা করেন। পুলিশ সুপার সভায় বলেন,পুলিশ কে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। পুলিশ যে দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে মানুষের জানমারের নিরাপত্তা নিশ্চিত করছে সেটা সাধারণ মানুষদের কে উপলব্ধি করাতে হবে। পুলিশ সুপার বলেন, মানুষ থানায় আসে খুব বিপদে পড়ে। তাই থানায় সেবা নিতে আসলে প্রত্যেক মানুষ কে কোন রকম হয়রানি ছাড়াই সেবা দিতে হবে।তিনি বলেন, থানায় জিডি করতে গেলে বা মামলা করতে গেলে কারো কাছ থেকে টাকা নেওয়া যাবেনা।পুলিশ যে জনগণের বন্ধু সেটা আপনাদের(পুলিশের) আচার-ব্যবহার ও কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমেই জনগনের বিশ্বাস অর্জন করতে হবে।

সভায় সম্প্রতি কারিগঞ্জে বিকাশের ২৬ লক্ষ ছিনতাই মামলার মাস্টার মাইন্ড (পরিকল্পনা কারী) সহ অন্যান্য আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে পারায় জেলা গোয়েন্দা শাখা কে ধন্যবাদ জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।সভায় জেলার ট্রাফিক বিভাগকে সড়ক পরিবহন

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে ও সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত সচেতনতা মুলক কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

সভায় জেলা পুলিশের রিজার্ভ  ইন্সপেক্টর আরআই তাহাজ্জুৎ হোসেন কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এসময় কারিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,হেড কোয়াটার সার্কেল জিয়াউর রহমান,বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী,তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,জেলা অপারেশন কট্রোল পরিদর্শক আজম খান,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামরুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে সাতক্ষীরা থানার আটটি উপজেলায় ২১ জনের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিক দের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com