April 27, 2024, 10:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাতক্ষীরা সদর ও পৌর আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দলকে শক্তিশালী করার আহ্বান এমপি রুহুল হকের

সাতক্ষীরা সদর ও পৌর আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দলকে শক্তিশালী করার আহ্বান এমপি রুহুল হকের

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, সফলতার গৌরবময় ঐতিহ্য তুলে ধরে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক। সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা সদর এমপি। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য, শ্যামনগর-কালিগঞ্জের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বক্তব্য রাখেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন ।
এদিকে, দ্বিতীয় অধিবেশন শেষে বিকালে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হবে জানা গেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com