April 27, 2024, 6:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাপমারা খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা রাতারাতি হয়ে গেছে রেকর্ডীয় সম্পত্তি!

সাপমারা খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা রাতারাতি হয়ে গেছে রেকর্ডীয় সম্পত্তি!

দেবহাটার বহুল আলোচিত সাপমারা খাল খননের ফলে একদিকে যেমন নাব্যতা হারানো খালটি পুনরুজ্জীবিত হয়ে উঠবে এবং উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনসহ মানুষ সুবিধা পাবে। শুধু ঘরবাড়ি বা গুটি কয়েক ব্যবসা প্রতিষ্ঠান নয়, যুগ যুগ ধরে প্রবহমান পারুলিয়ার সাপমারা খালের দুটি ব্রীজের মধ্যবর্তী স্থানে খালের একপাড় দখল করে নির্মিত স্থানীয় দেব কুমার বিশ্বাস (দেবু) নামের এক প্রভাবশালী ব্যবসায়ীর বিলাস বহুল বাড়ি, ঔষধের ফার্মেসীসহ অন্যান্য অবৈধ স্থাপনা রাতারাতি রেকর্ডীয় সম্পত্তি বনে যাওয়ায় উচ্ছেদ অভিযানে চরম হুমকির মুখে পড়তে বসেছে। এতে করে তীব্র ক্ষতির শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন পারুলিয়া মৎস্য সেডের পেরিফেরি এলাকার অভ্যন্তরীণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ীরা। দেব কুমার বিশ্বাস সখিপুরের মৃত রবীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। পারুলিয়া প্রধান সড়কের মুল ব্রীজটি থেকে সখিপুর বাজারগামী সড়কের ওপর থাকা ব্রিজটির দুরত্ব মাত্র কয়েক’শ গজ। দুটি ব্রীজই যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে প্রবহমান সাপমারা খালের ওপর। দুটি ব্রীজের মধ্যবর্তী সাপমারা খালের এক পাড়ে চলাচলের রাস্তাসহ রয়েছে পারুলিয়ার মৎস্য সেড, ঈদগাহ ময়দান ও পেরিফেরি এলাকা জুড়ে রয়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। অপর পাড়ে অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে সরাসরি খালের ওপর পিলার দিয়ে সরকারি জায়গা দখল করে নির্মিত নুর হোসেনের রিয়া স্টুডিও, দেব কুমার বিশ্বাসের জনতা ফার্মেসী ও বিলাস বহুল বাড়ি। পাশেই রয়েছে দেবুর ভাই চিত্ত’র মুদিখানা ও কনফেকশনারী দোকান। ব্রীজের প্রায় উপরেই রয়েছে শুভ মেডিকেল হল ও মাংসের দোকানসহ আরো কয়েকটি অবৈধ স্থাপনা। এদিকে পারুলিয়া মুল ব্রিজের একপাশে রয়েছে মুনসুরের কাঠগোলা, কৈলাশের কাঠ এবং কাচের ঘর এবং অপর পাশে রয়েছে সোনার বাংলা রেস্তরা, আবজাল আর্ট সহ খালপাড়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের ঘোষণা অনুযায়ী দীর্ঘদিনের প্রবাহমান খালটির মধ্যভাগ থেকে দুপাশে সমানভাবে খননের জন্য উভয় পাশেই উচ্ছেদ অভিযান জরুরী। দু’পাশে সমানভাবে খননের জন্য উচ্ছেদ অভিযান পরিচালিত হলে খালটির এক পাশের যাতায়তের রাস্তা সহ ঈদগাহ ময়দান ও মৎস্য সেডের বিস্তৃর্ণ পেরিফেরি এলাকা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এবং একই সাথে অপর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় দুটি ব্রীজের মধ্যবর্তী স্থানে খালের প্রয়োজন মতো নুন্যতম জায়গা বেরিয়ে আসবে। কিন্তু সরাসরি প্রবহমান খালের উপর নির্মিত দেব কুমার বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ও বিলাস বহুল বাড়ি রাতারাতি রেকর্ডীয় সম্পত্তি বনে যাওয়ায় উচ্ছেদ অভিযানে চরম ক্ষতির মুখে পড়তে যাচ্ছে কেবলমাত্র এক পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান, ঈদগাহ ময়দান ও মৎস্য সেডসহ পেরিফেরি এলাকা। অপরদিকে দীর্ঘদিনের প্রবহমান খালের জায়গা দখল করে নির্মিত দেব কুমার বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ও বিলাসবহুল বাড়ি রাতারাতি কালো টাকার বিনিময়ে কিভাবে রেকর্ডীয় সম্পত্তি বনে গিয়ে উচ্ছেদ অভিযানের আওতা থেকে সরে যাচ্ছে তা নিয়েও স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। উল্লেখ্য, রাতারাতি রেকর্ডীয় সম্পত্তি বনে যাওয়া খালেও ওপর নির্মিত দেব কুমার বিশ্বাসের অবৈধ স্থাপনা বিগত বছরেরও চল্লিশ দিনের কর্মসুচীর আওতায় খাল খননকালে অভিযান চালিয়ে উচ্ছেদ করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। তাই যাতে করে জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী পারুলিয়া দুটি ব্রীজের মধ্যবর্তী মৎস্য সেডের পেরিফেরি এলাকা জুড়ে খালটির দুপাশে সমানভাবে খননের জন্য উভয় পাশে আংশিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অন্তত মৎস্য সেড সংলগ্ন পেরিফেরি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সমুহ তীব্র ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সেজন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com