April 27, 2024, 7:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাভারে ছাগলভর্তি ট্রাক পুকুরে, ব্যাপারী-হেলপারের মৃত্যু

সাভারে ছাগলভর্তি ট্রাক পুকুরে, ব্যাপারী-হেলপারের মৃত্যু

ডেস্ক রিপোট:

সাভারে একটি ছাগলভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন ছাগলের ব্যাপারী এবং ট্রাকের হেলপার। মৃত্যু হয়েছে দুই শতাধিক ছাগলের। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- যশোর জেলার সদর থানা এলাকার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ছাগল ব্যাপারী জাকারিয়া হোসেন (৪০) এবং জয়পুরহাট জেলার সোনাপাড়া থানা এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার হাসান মিয়া (৩০)।থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট থেকে ছাগলভর্তি একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পুকুরে তল্লাশি চালিয়ে ট্রাকের হেলপার ও ছাগলের ব্যাপারীর মরদেহ উদ্ধার করে।শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পুলিশ নিহতদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ‘ছাগলভর্তি ট্রাক পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটিতে ২১০টি ছাগল ছিল বলে জানা গেছে যার সবগুলো ছাগলই মারা গেছে।’সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে ছাগলের ব্যাপারী ও হেলপার মারা যায়। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ট্রাকচালক জীবিত এবং পলাতক রয়েছেন।’অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় বাসচাপায় জাকিয়া সুলতানা বিলকিস (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় মোটরসাইকেল চালকের কোনো ক্ষতি না হওয়ায় বিষয়টি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। নিহত ওই নারীর বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফ হোসেন বলেন, ‘রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী জাকিয়া সুলতানার মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com