April 27, 2024, 6:00 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে পদ্মা সেতু কি বলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক মানুষ

স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে পদ্মা সেতু কি বলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক মানুষ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আরো একটিবার স্বপ্নকে হাত দিয়ে স্পর্শ করার সুযোগ এসেছে অদম্য বাঙালির কাছে। তারা দেখিয়েছি বাঙালি কখনও মাথা নোয়াবার জাতি নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা এবং অদম্য মনোবলে উদ্বোধন হতে যাচ্ছে প্রতিক্ষিত পদ্মা সেতু। এই সেতু নির্মাণের মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলা যুক্ত হবে রাজধানীসহ সারাদেশের সাথে। এর ফলে সামাজিক, অর্থনৈতিক উন্নয়নসহ নানা দিকে এগিয়ে যাবে দেশের এ অঞ্চল। পদ্মা সেতুর প্রভাবে ইতোমধ্যেই এসব অঞ্চলে বাড়তে শুরু করেছে শিল্প কলকারখানার সংখ্যা। যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের কর্মসংস্থানে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে।

সুন্দরবনের গা ঘেঁষে গড়ে উঠা সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাতপুর গ্রামের পান চাষী মো. রুহুল আমিন মালী। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘আমি প্রায় এক যুগের বেশি সময় ধরে পান চাষ করছি। মাঝে মাঝে পানের দাম অনেক কমে যাওয়ায় আমরা দিশেহারা হয়ে উঠি। বেশিরভাগ সময় ব্যপারীরা পান চালানে জটিলতার অজুহাত দিয়ে বাজারে পানের দাম কমিয়ে দেয়। তারা বলে, ফেরি বন্ধ, যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় আমরা ভালো দামে পান কিনতে পারছি না। এজন্য পদ্মা সেতু চালু হলে আমাদের জন্য বেশ সুবিধা হবে। কারন আমাদের এ অঞ্চলের বেশিরভাগ মানুষ পান চাষে ঝুঁকে পড়েছে। সরাসরি কোন ভোগান্তি ছাড়াই পানের চালান দিতে পারলে আমরা সকলেই লাভবান হবো। তাছাড়া এ সেতু হওয়ার ফলে আমাদের সবদিক থেকে সুযোগ সুবিধা বাড়বে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনেক ধন্যবাদ জানান। কথা হয় খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের প্রবীণ কাঁচামাল ব্যবসায়ী নুর বক্স সরদারের সাথে। তিনি বলেন, ‘পদ্মা সেতু ছেড়ে দিলে আমাদের দক্ষিণাঞ্চলে উৎপাদিত শাকসবজি, ফলমূল সবকিছু রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পাঠাতে পারবো। এতে করে আমরা আমাদের মালামালের ভালো দাম পাবো বলে আশা করছি। অনেক সময় যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারনে আমাদের উৎপাদিত শাকসবজি, কাচামাল রাস্তায় পঁচে যায়।

এর ফলে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের। এজন্য পদ্মা সেতু হওয়ায় আমি বেশ খুশি৷ আর পদ্মা সেতু ছেড়ে দিলে আমরা সহজেই ঢাকায় উঠতে পারবো। আমাদের ছেলেমেয়ে, আত্মীয়স্বজন যারা ঢাকায় পড়াশোনা করে, চাকরি করে তাদের আসা-যাওয়াতেও বেশ সুবিধা হবে।’ স্বপ্নের পদ্মা সেতু নিয়ে গল্প করতে করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামের মো. সিদ্দিক মোড়ল বলেন, ‘সেই কবে একবার ঢাকায় গেছি তা মনেই পড়ে না। যেতে গিয়ে ঝড়বৃষ্টি মাথায় ১২ ঘন্টার বেশি ফেরি বন্ধ থাকায় গাড়ির ভিতরেই বসা থাকা লাগে। সে কথা মনে পড়লে আর ঢাকায় যেতে মন চাই না। টিভিতে প্রায় দেখতাম পদ্মা সেতুর কাজ চলছে। শুনলাম এই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে দিবে। ভাবছি এবার সেতুর উপর দিয়েই একবার ঢাকায় যাবো।’ এসময় তিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যে যাই বলুক, যে দলই আমরা করি না কেন এমন মহৎ কাজের প্রশংসা করতে হবে। তার এ অবদান আমরা কখনও ভুলবো না। এই পদ্মা সেতুর মধ্যে দিয়ে সব দিক দিয়ে আমরা এই জনপদের মানুষ এগিয়ে গেলাম। আমাদের সকল সুযোগ সুবিধা আরো বেড়ে গেল।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com