April 27, 2024, 8:01 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কলারোয়ায় জামাত শিবিরের হাতে নিহত যুবলীগ নেতা জজের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

কলারোয়ায় জামাত শিবিরের হাতে নিহত যুবলীগ নেতা জজের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

মেহেদী হাসান জজকে যারা হত্যা করেছে তাদের এখনো সাজা হয়নি। খুনীদের দৃষ্ঠান্তমূলক সাজা কার্যকরের মাধ্য দিয়েই জজ আলীর আত্মার শান্তি পাবে। যতদিন খুনিরা সাজা না পাবে ততদিন আমরা সরকারের প্রতি এ দাবি জানাতেই থাকবো। ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান জজের স্মরণ সভা বক্তারা এসব কথা বলেন। এসয় তারা আরো বলেন, দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যেন ধর্মের দোহায় দিনে কোন নিরীহ প্রাণ আর ঝরে না যায়। সকলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।গত ২০১৪ সালের ১২ ডিসেম্বর রাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান জজকে জামায়াত শিবির ও বিএনপির ক্যাডাররা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি একই ইউনিয়নের গাজনা গ্রামের মৃত নিজাম উদ্দীন মোড়লের ছেলে।জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় সরসকাটি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শাহাদাৎ বার্ষিকী ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান।সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল মোত্তালিব খাঁ, নিহত মেহেদী হাসান জজ আলীর বোন ঝর্ণা খাতুন, স্ত্রী রিতা খাতুন, সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, দলের মাহিলা সম্পাদক বিশাখা তপন সাহা, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মাওলানা নুর ইসলাম, কায়কোবাদ কবীর, পবিত্র কুমার সাহা, সালমান সরকারসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী ও সমর্থকরা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর হোসেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com