April 26, 2024, 9:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কলারোয়ায় প্রথম দিনে অনুপস্থিত ৭০ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা

কলারোয়ায় প্রথম দিনে অনুপস্থিত ৭০ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা

কলারোয়ায় এ বছর এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় মোট ৫টি কেন্দ্রে থেকে ৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত। উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৪৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা থাকলেও পরীক্ষায় অংশগ্রহন করেছে ৩ হাজার ৪শ ৮জন পরীক্ষার্থী। এদের মধ্যে খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ জন, ছাত্রী ৪ জন, ছাত্র ২জন। সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুস্থিত ৮ জন পরীক্ষার্থী এদের মধ্যে ৬ জন ছাত্রী, ছাত্র ০২জন।

কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ জন। এদের মধ্যে ছাত্রী ৫ জন ও ছাত্র ১ জন। কলারোয়া জিকেএমকে পাইলট বিদ্যালয় কেন্দ্রে ৯শ ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১২ জন ছাত্রী ৮ ও ছাত্র ৪ জন। কলারোয়া আলিয়া মাদ্রসা কেন্দ্রে ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৮ জন, ছাত্র ২৬ জন ছাত্রী ১২ জন ছাত্র। এ বছর এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অনুপস্থিত। বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন না করার বিষয়ে জানতে চাইলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা আব্দুল হামিদ জানান, ছাত্র-ছাত্রীদের করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার কারনে অনেকে লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্ন কাজ কর্ম শুরু করেছে এবং অধিকাংশ মেয়েরা বাল্য বিবাহের স্বীকার হয়েছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com