April 26, 2024, 11:26 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মেয়াদোত্তীর্ণ বীজ ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ বীজ ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আসন্ন রমজান মাস উপলক্ষে কলারোয়ায় বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে বাজার মনিটরিং এর সময় দোকানে মেয়াদোত্তীর্ণ বীজ ও মিষ্টি বিক্রির হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুই দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার দুপুরে উপজেলা পৌর সদরের বড় কাঁচা বাজার এলাকায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের তত্ত্বাবধানে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয়ের জন্য কাঁচা বাজার চৌরাস্তা মোড় এলাকার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০ টাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে শেখ সিড হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১০০০ টাকা অর্থাৎ ২টি মামলায় মোট ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেয়া হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com