May 5, 2024, 9:32 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
সাতক্ষীরার ধুলিহার তেলের পাম্প এলাকায় মোটরযানের উপর মোবাইল কোর্ট বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন ঋণ খেলাপীর দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বাতিল সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা সাতক্ষীরায় এনএসআই’র অভিযানে ৪০ মণ অপরিপক্ক আমসহ আটক -১ দেবহাটায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যদায় দাফন স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ধান ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কলারোয়ায় প্রচন্ড গরমে খামারে খামারে মুরগীর মৃত্যু, আতংকিত পোল্ট্রি খামারীরা
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

কিছুদিন আগেই যৌন নিপীড়নের এক ঘটনায় পুরো ইংলিশ ফুটবলে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ইংলিশ ফুটবলে ধর্ষণ কাণ্ড। এবার ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই তরুণ ফুটবলারকে গ্রেপ্তার করেছে ইংল্যান্ডের পুলিশ। একই ক্লাবে খেলা গ্রেপ্তারকৃত দুই ফুটবলারেরই বয়স ১৯ বছর। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি। গ্রেপ্তার করা দুই ফুটবলারকেই রাতভর জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালু রেখেছে পুলিশ। ইংলিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি গত শুক্রবার ঘটে। ঘটনার পর পুলিশের কাছে ভুক্তভোগী অভিযোগ করেন। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিপীড়ন ও ধর্ষণে সহায়তার প্রথমে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে তার নিজ ক্লাব স্টেডিয়ামেই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ধারণা নিকৃষ্ট ঘটনাটি ক্লাব স্টেডিয়াপমেই ঘটানো হয়েছে

পরের দিন একই অভিযোগে আরেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই পরে জামিন মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। ধর্ষণে সহায়তা ও প্ররোচনার অভিযোগে ১৯ বছর বয়সী তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। দুজনেই পুলিশি জামিনে মুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো জানিয়েছে ঘটনা পুলিশের হাতে থাকায় দুই ফুটবলারকে গ্রেপ্তারের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাদের ক্লাব। যেহেতু স্টেডিয়ামে গ্রেপ্তার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে খেলা লুটন টাউন, শেফিল্ড ইউনাইটেড, উলভারহ্যাম্পটন, এভারটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ফুলহামের কোন খেলোয়াড় এই নিকৃষ্টতম কাজটি করেছেন। এর আগে এ মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের এক ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্তাধীন এই ফুটবলারের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।

এছাড়া ধর্ষণ ও নিপীড়ন অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ভুক্তভোগী অভিযোগ প্রত্যাহার করে নিলে মুক্তি পান ইংলিশ ফুটবলার। তবে ম্যানইউর হয়ে আর খেলা হয়নি তার। সমর্থকগোষ্ঠীর তোপের মুখে তাকে এই মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব গেতাফেতে যেতে হয়েছে। এর আগে ২০২১ সালে ধর্ষণ মামলার অভিযোগে জেলে যেতে হয়েছিল ম্যানসিটির লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডিকেও। তবে ২০২৩ এর শেষদিকে সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি।


Leave a Reply

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com