April 29, 2024, 5:44 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোয়িয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং পহেলা বৈশাখ উপলক্ষে একদিন মোট ৫ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য রপ্তানি হচ্ছে।
সরজমিনে দেখা যায়, পাশর্^বর্তী দেশ ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথরসহ নানা ধরনের পন্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমান আছে। পন্য খালাশের জন্য ঢুকছেন ট্রাক। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান ব্যবসায়ীরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com