April 29, 2024, 10:53 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
রাফাহ অভিযানের তারিখ ঠিক করেছে ইসরায়েল

রাফাহ অভিযানের তারিখ ঠিক করেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে সামরিক অভিযানের তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তারিখ নিয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। বিগত সপ্তাহগুলোতে বারবার রাফাহতে অভিযান চালানোর কথা বলে আসছিলেন নেতানিয়াহু। বিশ্বনেতারা বারবার তাকে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। তবে তা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, রাফাহ সীমান্তে সন্ত্রাসী দমনে এই অভিযান জরুরি। রাফাহতে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই জানিয়ে অভিযান না চালানোর ব্যাপারে আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসস। ফ্রান্স ও জর্ডানের নেতারাও আহ্বান জানিয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com